National

১১ বছরে শীতলতম দিন কাটাল এই শহর

গত ১১ বছরে এত ঠান্ডা দেখেননি এখানকার বাসিন্দারা। গত ১১ বছরের রেকর্ড চুরমার করে সোমবার রাতে পড়ল শ্রীনগরের পারদ। এদিন ঠান্ডা রেকর্ড হয়েছে মাইনাস ৬.৮ ডিগ্রি। এমনিতেই এ বছর একটানা শ্রীনগরে ঠান্ডা জাঁকিয়ে বসে আছে। বেশ কিছুদিন ধরেই মাইনাসে রয়েছে এ শহরের পারদ। কল দিয়ে জল পড়ছে না। বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বিশেষ বার হতে পারছেন না বাসিন্দারা। আগুন জ্বালিয়ে কলের তলায় ধরে বরফ গলিয়ে একটু একটু জল জোগাড় করতে হচ্ছে। তারমধ্যেই ক্রমশ পারদ পতন চলছে। পারদ আরও পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের রেকর্ড বলছে গত ২০০৭ সালের ৩১ ডিসেম্বর শ্রীনগরের পারদ পৌঁছেছিল মাইনাস ৭.২ ডিগ্রিতে। তারপর থেকে অমন ঠান্ডা আর পরখ করতে হয়নি শ্রীনগরবাসীকে।

হিমালয়ের বরফ ঢাকা পাহাড় থেকে শেষ কদিনে প্রতিনিয়ত বইছে শৈত্যপ্রবাহ। যা ক্রমশ ঠান্ডা বাড়িয়ে চলেছে উপত্যকা জুড়ে। হাওয়া অফিস বলছে কম করে আরও ৫ দিন এই শৈত্যপ্রবাহ বজায় থাকবে জম্মু কাশ্মীরে। ফলে অবস্থার পরিবর্তন এখনই হচ্ছে না। বরং ঠান্ডা আরও বাড়তে পারে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *