State

বন্ধ হল তারাপীঠের সব হোটেল, হোটেল ফাঁকা করতে হল পর্যটকদের

রবিবার থেকে বন্ধ করে দেওয়া হল তারাপীঠের সব হোটেল। সংক্রমণ পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা প্রশাসন।

রবিবার থেকে বন্ধ হয়ে গেল তারাপীঠের সব হোটেল। বীরভূম জেলা প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর আগে বীরভূমের বিশ্বখ্যাত জয়দেব কেন্দুলি মেলা এ বছরের মত বন্ধ করে দিয়েছে প্রশাসন। এবার তারাপীঠের মত ধর্মস্থানকেও কার্যত পর্যটক শূন্য করার রাস্তায় হাঁটল তারা।

তারাপীঠে সারা বছরই ভিড় থাকে ভক্ত, পর্যটকদের। বহু মানুষ দূর দূর থেকে আসেন মা তারার দর্শন পেতে। পুজো দিতে।

তারাপীঠে পুজো দেওয়ার পাশাপাশি আশপাশে ঘুরতেও যান অনেকে। আর এই শীতের দিনে তারাপীঠে পর্যটক আগমন অনেক বেশি থাকে।

কিন্তু যেভাবে সংক্রমণ হুহু করে বাড়ছে সেখানে তারাপীঠে পর্যটকদের ভিড় এড়াতে বীরভূম জেলা প্রশাসন সব হোটেল বন্ধ রাখার রাস্তায় হাঁটল।

সব হোটেল আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। রবিবার থেকেই বন্ধ হয়ে গেছে হোটেলের দরজা।

যাঁরা হোটেলে ছিলেন তাঁদের হোটেল দ্রুত ছেড়ে দিতে বলা হয়। এতে অনেক পর্যটক সমস্যাও পড়েছেন। কারণ তাঁরা হোটেল কয়েকদিনের জন্য ভাড়া নিয়েছিলেন। সেখানে এভাবে দ্রুত হোটেল ছেড়ে তাঁদের বাড়িই ফিরতে হচ্ছে।

রবিবারই সব হোটেল ফাঁকা করে দেওয়া হয়েছে। হোটেলের সব বুকিং বাতিল হয়েছে। এতে তারাপীঠের হোটেল ব্যবসা সহ সার্বিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে ঠিকই, তবে সংক্রমণ ছড়ানো রুখতে এই পদক্ষেপ নিতে হতই বলে মনে করছে বীরভূম জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button