সোনাঝুরিতে স্পাইডার-ম্যান, সাঁওতাল মহিলাদের সঙ্গে চুটিয়ে নাচ
মারভেল কমিকসের বিখ্যাত চরিত্র সে। তাকে চেনেন না এমন মানুষ বিশ্বে খুঁজে পাওয়া দুষ্কর। এবার সেই স্পাইডার-ম্যান চুটিয়ে নাচল আদিবাসী মহিলাদের সঙ্গে।
শান্তিনিকেতনের কাছে সোনাঝুরির মাঠ। গাছে গাছে ঘেরা এই মাঠে সপ্তাহ সপ্তাহে বসে হাট। সেই হাটে স্থানীয়দের সঙ্গে এখানে বেড়াতে আসা মানুষজনও ভিড় জমান।
শান্তিনিকেতনে বেড়াতে গিয়ে সোনাঝুরি না দেখে প্রায় কেউই ফিরতে চান না। সেই সোনাঝুরির বিখ্যাত হাটে বেচাকেনার সঙ্গে চলে সাঁওতাল নাচও।
সাঁওতাল মহিলারা তাঁদের লোকগানের সঙ্গে মেতে ওঠেন নাচে। সেই নাচ অনেকেই দেখেছেন। কিন্তু তাঁদের সঙ্গে স্পাইডার-ম্যানকে নাচতে দেখেছেন কি! না দেখাটাই স্বাভাবিক। কিন্তু এবার দেখা গেল।
সাঁওতাল মহিলাদের সঙ্গে চুটিয়ে নাচতে দেখা গেল স্পাইডার-ম্যানকে। তাও আবার তাঁদের সঙ্গে তালে তাল মিলিয়ে। এই ছবি এখন ইন্টারনেটের কৃপায় ছড়িয়ে পড়েছে বহু মানুষের কাছে।
ছবিতে দেখা গেছে চারিদিকে হাট বসেছে। কেনাকাটা চলছে। তার মধ্যেই সাঁওতাল মহিলাদের সঙ্গে নেচে চলেছেন স্পাইডার-ম্যানের পোশাকে আপাদমস্তক মোড়া এক ব্যক্তি। যা হাটে আসা ছোটদের তো বটেই, এমনকি বড়দেরও থমকে দাঁড়িয়ে পড়তে বাধ্য করেছে। অনেকে হাততালি দিয়ে উৎসাহও দিয়েছেন এই স্পাইডার-ম্যানের সাঁওতাল নাচকে।
সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এমন বিখ্যাত চরিত্রদের পোশাকে নানা কীর্তিকলাপ করে রাতারাতি লাইক, শেয়ার পেতে থাকেন মানুষজন। স্পাইডার-ম্যানের এই নাচের ক্ষেত্রেও সেটাই হয়েছে।
তবে কারণ যাই হোক সোনাঝুরির হাটকে সেদিন আরও রঙিন করে দেয় স্পাইডার-ম্যানের এই উপস্থিতি আর নাচ। যা দেখে সকলেই তারিফ করেছেন। আনন্দ পেয়েছেন।