World

ফাটলো ল্যান্ডমাইন, উড়ে গেল বাস, মৃত ২৪

শ্রমিকদের নিয়ে যাচ্ছিল একটি বাস। তখনই রাস্তায় পোঁতা ল্যান্ডমাইনটি ফাটে। উড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪ জন শ্রমিকের। রবিবার সকালে ঘটনাটি ঘটে সিরিয়ার হামা প্রদেশের সালামিয়ে শহরে। এখন এই শহর আইএসআইএস মুক্ত। কিন্তু কিছুদিন আগেও এখানে সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের প্রবল দাপট ছিল। হামা প্রদেশটাই তাদের দখলে ছিল।

সিরিয়া প্রশাসন জানাচ্ছে, এই ল্যান্ডমাইনটি আইসিসেরই পোঁতা। যখন এই শহর তাদের কব্জায় ছিল তখনই এই ল্যান্ডমাইন তারা পুঁতেছিল। পরে তাদের যখন এক এক করে শহর থেকে বিতাড়িত করা শুরু হয়, তখন তারা বাধ্য হয় সালামিয়ে শহর ছাড়তে। সেই সময় তারা ল্যান্ডমাইনটি এখানে পোঁতা অবস্থাতেই রেখে চম্পট দেয়। হয়ত ভেবেছিল তারা চলে গেলেও যদি আগে নজরে না পড়ে তবে কখনও একটা ক্ষতির কারণ হবে ল্যান্ডমাইনটি। যা হল এদিন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Syria
ফাইল : সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ, ছবি – আইএএনএস

সিরিয়া থেকে কার্যত বিতাড়িত আইসিস। ইউফ্রেটিস নদীর ধার ধরে ইরাক সীমান্তে বাগুজ ছিল তাদের সিরিয়ায় শেষ দখল করা এলাকা। সেখান থেকেও তাদের সম্প্রতি তাড়িয়ে দিয়েছে সেনা। ফলে এখন সিরিয়ার সব জায়গা কার্যত আইসিসের দখলমুক্ত। কিন্তু কোথায় যে এমন প্রাণঘাতী ল্যান্ডমাইনের মত বোমা তারা পুঁতে গেছে সেটাই এখন খুঁজে বার করার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *