National

জলপথে রোগী আনতে চালু হল ‘বোট অ্যাম্বুলেন্স’

বহু মানুষ এখনও এমন জায়গায় থাকেন যা নদী দিয়ে মূল স্থলভূমি থেকে কাটা অবস্থায় রয়েছে। না রয়েছে সেখান থেকে সঠিক সড়ক পরিবহণ। না আছে ভাল হাসপাতাল। জল দিয়ে বিচ্ছিন্ন এমনই প্রত্যন্ত এলাকার মানুষজন অসুস্থ হলে পরিবারের মাথায় হাত পড়ে। তাঁদের জীবনহানির সম্ভাবনাও বেড়ে যায়। সেই সমস্যা মেটাতে এবার এক অভিনব উদ্যোগ নিল ওড়িশা সরকার। সরকারি উদ্যোগে শুরু হল বোট অ্যাম্বুলেন্স। অর্থাৎ জলপথে রোগী নিয়ে যাওয়ার বন্দোবস্ত। নৌকাটাই একটি অ্যাম্বুলেন্স। সেগুলি জল পার করে দেওয়ার পর নির্দিষ্ট জেটির কাছে থাকবে অ্যাম্বুলেন্স। যা রোগীকে নিয়ে দ্রুত হাসপাতাল পৌঁছে দেবে।

আপাতত মালকানগিরির জন্য ২টি, কেন্দ্রাপাড়ার জন্য ২টি ও কোরাপুট এবং কালাহান্ডির জন্য একটি করে অ্যাম্বুলেন্স বোট ধার্য হয়েছে। কেন্দ্রাপাড়ায় ১টি নৌকা চালু করা হয়েছে। বাকি ৫টি ধাপে ধাপে চালু হয়ে যাবে। এতে এখানে অসুস্থ হয়ে পড়া মানুষের চিকিৎসা পরিষেবা পেতে আর দেরি হবে না।

Naveen Patnaik
ফাইল : নবীন পট্টনায়েক, ছবি – আইএএনএস

জলপথে রোগীকে নিয়ে ‘বোট অ্যাম্বুলেন্স’-এ নদী পার করার পর ৬০টি জেটি তৈরি হচ্ছে। যেখানে রোগীকে নামিয়ে সড়কপথে হাসপাতাল পৌঁছে দেওয়া হবে। প্রাথমিকভাবে ৬টি ‘বোট অ্যাম্বুলেন্স’ ও তার পরিচালন ব্যয় ওঠাতে বছরে ৯০ লক্ষ টাকা খরচ হবে সরকারের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *