National

অর্জুন সিংকে এখনই গ্রেফতার নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে এখনই গ্রেফতার করতে পারবে না পুলিশ। আগামী ২৮ মে পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবেনা। সুপ্রিম কোর্টের কাছে থেকে বুধবার এই রক্ষাকবচ পেয়ে গেলেন অর্জুন সিং। ভাটপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্জুন সিং ভোটের কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তারপরই তিনি বিজেপির টিকিটে ব্যারাকপুর লোকসভা আসন থেকে দাঁড়ান। অর্জুনের অভিযোগ তারপর থেকে পুলিশ তাঁকে ১১টি ফৌজদারি মামলা দিয়েছে। অর্জুনের দাবি তাঁর বিরুদ্ধে সবকটি মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রের ফল। সুপ্রিম কোর্টেও এদিন অর্জুন সিংয়ের আইনজীবী ১১টি মামলার কথা জানান।

বুধবার সুপ্রিম কোর্ট অর্জুন সিংয়ের জামিনের আবেদন শুনতে রাজি হয়। বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ আবেদন শোনার পর জানিয়ে দেয় মামলাকারীর বিরুদ্ধে আগামী ২৮ মে পর্যন্ত কোনও দমনমূলক পদক্ষেপ করা যাবেনা। অর্জুন সিংয়ের আদালতের কাছে দাবি ছিল তাঁর বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক কারণে হয়েছে।

অর্জুন সিংয়ের খাসতালুক ভাটপাড়া গত ১৮ মে রাত থেকেই অশান্ত। ১৯ মে সেখানে উপনির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় কাঁকিনাড়া এলাকা। তারপরেও ২ দিন ধরে সেখানে অশান্তি অব্যাহত ছিল। অবস্থা আয়ত্তে আনতে ১৪৪ ধারাও জারি করে প্রশাসন। গুলি, বোমা, অগ্নিসংযোগ, ভাঙচুর, কিছুই বাকি ছিলনা। তবে তুলনামূলকভাবে বুধবার সেখানে পরিস্থিতি আগের চেয়ে শান্ত ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *