Business

এক্সিট পোলের আভাসে রেকর্ড উচ্চতা ছুঁল ভারতীয় শেয়ার বাজার

রবিবার বিভিন্ন গণমাধ্যমে এক্সিট পোল প্রকাশিত হয়েছে। আর সেখানে প্রায় সকলেই পূর্বাভাস দিয়েছে ফের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তখন থেকেই আশায় বুক বাঁধছিলেন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত মানুষজন। অপেক্ষায় ছিলেন সোমবার কখন খুলবে ভারতীয় বাজার। তাঁদের অধীর অপেক্ষার শেষ হয় মধুর। সোমবার বাজার খোলার পর থেকেই শেয়ার বাজারের সূচক তরতরিয়ে উপরে উঠতে থাকে। যা সারাদিনই বজায় ছিল। এদিন বাজার বন্ধ হয়েছে রেকর্ড গড়ে। ভারতীয় শেয়ার বাজারের সূচক এদিন বন্ধ হয় ৩৯ হাজার ৩৫২ পয়েন্টে। এখনও পর্যন্ত এই উচ্চতায় কখনও পৌঁছয়নি মুম্বই শেয়ার সূচক।

সোমবার দিনের শেষে মুম্বই শেয়ার সূচক বন্ধ হয় ১ হাজার ৪২২ পয়েন্ট বেড়ে। মাত্র ১ দিনের লেনদেনে এই বিশাল অঙ্কের লাফ এর আগে ভারতীয় সূচক দেখেনি। প্রায় দেড় হাজার পয়েন্ট মাত্র ১ দিনে বেড়েছে শেয়ার সূচক। যা মুম্বই শেয়ার বাজারের সূচক সেনসেক্সের জন্য অবশ্যই রেকর্ড। শেয়ার বাজারের সোনালি দিন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সেনসেক্সের পাশাপাশি তাল মিলিয়ে এক দিনে রেকর্ড অঙ্ক বেড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও। সোমবার বাজার বন্ধ হওয়ার সময় নিফটি ১১ হাজার ৮২৮ পয়েন্টে থিতু হয়। সারাদিনে নিফটি বেড়েছে ৪২১ পয়েন্ট। যা একটা রেকর্ড বৈকি। তাছাড়া এর আগে কখনও নিফটি ১১ হাজার ৮২৮ পয়েন্টের উচ্চতা ছুঁতে পারেনি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *