Business

দীর্ঘদিন পর বড়সড় ধসের মুখে পড়ল ভারতীয় শেয়ার বাজার

কার্যত মাথায় হাত ফেলার জোগাড় করল ভারতীয় শেয়ার বাজার। অনেকদিন এত বড় ধস দেখতে হয়নি বাজারকে। সপ্তাহের শুরুতেই মুখ শুকিয়েছে দালাল স্ট্রিটের।

এই নিয়ে টানা ৫ দিন হল ভারতীয় শেয়ার বাজার নিচের দিকেই নামছে। তবে সোমবার বাজার যে জায়গা ছুঁল তা লগ্নিকারীদের মধ্যে রীতিমত আতঙ্কের সৃষ্টি করেছে। ফলে বাজার আরও পড়ার ভয় পাচ্ছেন বিশেষজ্ঞেরা।

সোমবার সকালে বাজার খোলার পর থেকেই ভারতীয় শেয়ার বাজারে পতন নজর কাড়ে। তরতর করে নামতে থাকে বাজার। বিশ্বের শেয়ার বাজারে মন্দা দশার প্রভাব ভারতীয় শেয়ার বাজারেও যে আছড়ে পড়ছিল। সোমবার তা একটু বেশিই আছড়ে পড়ল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন দুপুরে একসময় মুম্বই শেয়ার সূচক প্রায় ২ হাজার পয়েন্ট পড়ে যায়। যদিও বাজার বন্ধ হওয়ার সময় তা কিছুটা সামলে যায়। ফলে বন্ধ হওয়ার সময় মুম্বই শেয়ার বাজারের সূচক ১ হাজার ৫৪৫ পয়েন্ট পড়ে বন্ধ হয় ৫৭ হাজার ৪৯১ পয়েন্টে।

মুম্বই শেয়ার সূচকের মতই ধাক্কা খেয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি। ৪৬৮ পয়েন্ট পড়ে একদিনে বাজার নেমে দাঁড়ায় ১৭ হাজার ১৪৯ পয়েন্টে। ফলে সাড়ে ১৭ হাজারের ওপর থেকে পিছলে গেল নিফটি।

শেয়ার বাজারের এই পতন কি চলতেই থাকবে? বিশেষজ্ঞেরা মনে করছেন এই প্রবণতা কিন্তু এখনই বন্ধ হওয়ার নয়। এই প্রবণতা অব্যাহত থাকবে।

অন্তত মার্কিন ফেডারেল রিজার্ভের বৈঠক থেকে কি সিদ্ধান্ত বেরিয়ে আসে আপাতত সেই দিকেই নজর রয়েছে লগ্নিকারীদের। তাই সেই সিদ্ধান্ত সামনে আসা পর্যন্ত বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন তাঁরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *