বাজার এলাকা। তাও আবার শুক্রবার। যে দিনটিকে মুসলিম ধর্মাবলম্বীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখে থাকেন। সেই শুক্রবারেই পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই আদিবাসী জেলার কালায়া বাজারে তখন মানুষ থিকথিক করছেন। কেনাকাটায় ব্যস্ত তাঁরা। সেই সময়ে আচমকাই একটি মোটরসাইকেলে বিস্ফোরণ হয়। পুলিশ জানাচ্ছে, মোটরসাইকেলটিতে আগেই বিস্ফোরক বাঁধা ছিল। যা রিমোট কন্ট্রোলের সাহায্যে উড়িয়ে দেওয়া হয়। ভিড়ে ঠাসা বাজার এলাকায় এমন তীব্র বিস্ফোরণে মুহুর্তে বদলে যায় চেহারা। চারদিক রক্তাক্ত হয়। আশপাশে ছড়িয়ে পড়ে মানুষের দেহাংশ। বিস্ফোরণে ৩০ জনের মৃত্যু হয়। আহত ৪০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এদিকে এই বিস্ফোরণের কড়া নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আহতদের চিকিৎসার দিকে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রদেশের শান্তি বিঘ্নিত করতেই এসব করা হচ্ছে বলে দাবি করেছেন খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)












