World

চিকিৎসার জন্য ৬ সপ্তাহের জন্য গারদের বাইরে শরিফ

তাঁর মক্কেল অসুস্থ। তাই চিকিৎসা করানো প্রয়োজন। তার জন্য জেল থেকে বাইরে আনতে হবে। এজন্য ৮ সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করা হোক। এই মর্মে ১ মাস আগেই পাক সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আইনজীবী। মঙ্গলবার সেই আবেদনের শুনানি হয়। তাতে ৮ সপ্তাহের জামিন মঞ্জুর না হলেও ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির বেঞ্চ।

জামিন মঞ্জুর হলেও শর্ত আছে। জামিনের মেয়াদ পূর্ণ হলেই শরিফকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। নাহলে তাঁকে গ্রেফতার করা হবে। এই জামিন পেতে শরিফকে নিশ্চয়তা বন্ড হিসাবে পাকিস্তানি টাকা ৫ লক্ষ করে ২টি পৃথক বন্ড জমা দিতে হবে। চিকিৎসা জনিত কারণে তাঁকে জামিন দেওয়া হয়েছে।

আল-আজিজিয়া স্টিল মিল মামলায় ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ হয় শরিফের। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দেশের বাইরে স্টিল ফ্যাক্টরি কিনেছেন। কিন্তু তার মালিকানা খোলসা করেননি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *