World

জোড়াল ভূমিকম্প, কম্পনের মাত্রা ৭.৫

জোড়াল মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। ইতিমধ্যেই কম্পনের জেরে ১ জনের মৃত্যু হয়েছে।

মেক্সিকো সিটি : এমন প্রবল মাত্রার কম্পন সাধারণত বড় ধরনের ধ্বংস বয়ে আনে। ক্ষয়ক্ষতি অবশ্য এখনও পরিস্কার নয়। তবে মেক্সিকোর রাজধানী শহর মেক্সিকো সিটি সহ ৭টি রাজ্যে প্রবল কম্পন অনুভূত হয়েছে। কম্পনের মাত্রা ছিল ৭.৫। যার জেরে বেশকিছু বাড়ির ক্ষতি হয়েছে বলে খবর। কম্পনের জেরে ১ জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।

কম্পন অনুভূত হয় স্থানীয় সময় বুধবার সকাল ১০টা ২৯ মিনিটে। থরথর করে কেঁপে ওঠে চারিদিক। মানুষজন ছুটাছুটি শুরু করে দেন। বাড়ি ছেড়ে প্রায় সকলেই রাস্তায় নেমে আসেন। কম্পনের কেন্দ্র ছিল প্রশান্ত মহাসাগর লাগোয়া একটি গ্রামে। এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে তেল বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির ক্ষতি হয়নি।

কম্পনের জেরে সঠিক ক্ষয়ক্ষতির হিসাব এখনও নেই। তবে অনেক জায়গায় বাড়ি ভেঙে পড়েছে। বিশেষত শহরের বাইরে অনেক জায়গায় এমনটা হয়েছে। মেক্সিকো সিটির অবশ্য ২টি মাত্র বাড়িই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আতঙ্ক দীর্ঘস্থায়ী হয়। কারণ অনেকেই আশঙ্কা করছিলেন কখন আসবে আফটার শক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *