Business

মধ্যবিত্তের মাথায় হাত, লাফিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম

দিল্লি ভোটের ফল বার হতে না হতেই লাফিয়ে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ভোটের সময় দাম বাড়ানো হয়নি। কিন্তু ভোট মিটতেই ফের কোপ পড়ল মধ্যবিত্তের পকেটে। এই নিয়ে গত বছরের অগাস্ট মাস থেকে এখনও পর্যন্ত টানা ৬ বরা বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। কলকাতায় এরফলে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়ে হল ৮৯৬ টাকা। বুধবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম দেশের ৪ শহরে বেড়েছে এক এক রকম। কলকাতায় বেড়েছে ১৪৯ টাকা। দিল্লিতে বেড়েছে ১৪৪ টাকা ৫০ পয়সা। মুম্বইতে বেড়েছে ১৪৫ টাকা। চেন্নাইতে বেড়েছে ১৪৭ টাকা প্রতি সিলিন্ডার। ফলে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের সাড়ে ১৪ কেজির সিলিন্ডারের দাম ছিল ৭৪৭ টাকা, যা বেড়ে হল ৮৯৬ টাকা। দিল্লিতে ছিল ৭১৪ টাকা। হল ৮৫৮ টাকা ৫০ পয়সা। চেন্নাইতে ছিল ৭৩৪ টাকা। হল ৮৮১ টাকা। মুম্বইতে ছিল ৬৮৪ টাকা ৫০ পয়সা। হল ৮২৯ টাকা ৫০ পয়সা।

এক লাফে এতটা দাম বাড়ায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের গ্রাহকদের মাথায় হাত পড়েছে। এক ধাক্কায় এতটা কেন? প্রশ্ন তুলছেন তাঁরা। যদিও তেল সংস্থাগুলি সবসময়ই জানিয়েছে আন্তর্জাতিক বাজারের দামের ওপর নির্ভর করে দেশীয় বাজারে দামের ওঠানামা। এদিকে রাজনৈতিক দলগুলির দাবি কেন্দ্রের ভাঁড়ার শূন্য। তাই এমন করে টাকা জোগাড় করছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *