World

কোহিনূর হিরে তাদের, ফিরিয়ে দিক ব্রিটেন, বলল পাকিস্তান

যে হিরে চিরকাল ভারতের বলে জানাল ইতিহাস সেই হিরে তাদের বলে এবার দাবি করল পাকিস্তান। কোহ-ই-নূর বা চলতি কথায় কোহিনূর হিরেটি রয়েছে ব্রিটেনে। সেই হিরে ভারতে ফেরানোর চেষ্টা কম হয়নি। হালে অবশ্য একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে ভারতের সরকারপক্ষের আইনজীবী জানিয়ে দেন হিরে ব্রিটেনেই থাক। ওটা যেহেতু শিখ রাজা রণজিৎ সিং উপহার হিসাবে ব্রিটিশদের দিয়েছিলেন তাই তা তাঁরা ফেরত চাননা। কিন্তু তাও ভারতের এই ১০৫ ক্যারেটের হিরেটি দেশে ফেরাতে এখনও বহু মানুষ আগ্রহী।

তেমন একটি হিরেকে এবার তাদের বলে দাবি করে বসল পাকিস্তান। পাকিস্তানের তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরি ব্রিটেনকে ওই হিরে তাদের ফেরত দেওয়ার অনুরোধ করেছেন। ১৫০ বছর ধরে ব্রিটেনের রাজ পরিবারের ঐশ্বর্যের ভাণ্ডারে রয়েছে এই অমূল্য হিরে। ভারত দাবিদার হলেও এই হিরে ইতিমধ্যেই তাদের বলে দাবি করে সুর চড়িয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও ইরান।

১০৫ ক্যারেটের এই হিরে ভারতীয় ইতিহাসের একটা অধ্যায়। ১৪ শতাব্দীতে দক্ষিণ ভারত থেকে পাওয়া এই হিরেটির সঙ্গে বহু ইতিহাস জড়িয়ে আছে। ফলে ওই হিরে ভারতের। তবে পাকিস্তান যেভাবে ব্রিটেনকে তা লাহোর মিউজিয়ামে ফেরত দিতে বলেছে তাতে ভারতের অনেকেই হতবাক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *