Entertainment

রেলের টিকিট বিক্রি করলেন কঙ্গনা রানাওয়াত, সিনেমা নয় বাস্তব


অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেননা। অনেকে আবার চারপাশে নজর ঘুরিয়ে নিলেন। কোথাও ক্যামেরা রয়েছে নাকি! সিনেমার শ্যুটিং হচ্ছে হয়তো! সিনেমায় নায়িকাকে হয়তো রেলের টিকিট বিক্রি করতে দেখা যাবে। তারই শ্যুটিং হচ্ছে! কিন্তু কোথাও কোনও ক্যামেরাও তো নেই। একদম টিকিট কাউন্টারে বসেই টিকিট বিক্রি করছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সিনেমা ছেড়ে কী তবে এবার রেলের চাকরিতে যোগ দিলেন তিনি? হতবাক যাত্রীরা। কঙ্গনা অবশ্য হাসি মুখেই টিকিট বিক্রি করলেন।


সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে ব্যস্ত টিকিট ঘরগুলি। তারই একটিতে বসে আছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কোনও নায়িকা সুলভ সাজসজ্জা নয়। সাদার ওপর ফুল ফুল দেওয়া সালোয়ার কামিজে একদম সাধারণ গড়পড়তা মহিলার রূপে টিকিট কাউন্টারে দেখা মিলল তাঁর। প্রাথমিক চাঞ্চল্য কাটিয়ে যাত্রীরা খোঁজ নেওয়ার চেষ্টা করলেন কেন টিকিট কাউন্টারে কঙ্গনা। অনেকেই মোবাইলে ছবি তুলে ফেললেন তাঁর।


মুক্তি পেতে চলেছে কঙ্গনার পরবর্তী সিনেমা ‘পাঙ্গা’। সেই সিনেমায় কঙ্গনা এক মায়ের চরিত্রে অভিনয় করছেন। যিনি নিজেও একজন কাবাডি খেলোয়াড় ছিলেন। সেই সিনেমার প্রোমোশনেই রেলস্টেশনে হাজির হয়েছিলেন কঙ্গনা। নিজে হাতে টিকিট কাউন্টার থেকে টিকিট তুলে দিলেন যাত্রীদের হাতে। হাসি মুখে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিনেমায় কঙ্গনা ছাড়াও থাকছেন রিচা চাড্ডা, নীনা গুপ্তার মত অভিনেত্রীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *