Entertainment

গাড়ি ঘেরাও হতে কৃষকদের উচ্ছৃঙ্খল জনতা বলে ধিক্কার জানালেন কঙ্গনা

তাঁর গাড়ি ঘেরাও হতেই ফের কৃষকদের একহাত নিলেন কঙ্গনা রানাওয়াত। তাঁদের উচ্ছৃঙ্খল জনতা বলে আখ্যা দিলেন তিনি। দাবি করলেন তাঁকে হত্যার হুমকি দেন ঘেরাও করা কৃষকরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নয়া ৩ কৃষি আইন বাতিল করার কথা ঘোষণা করার পর তা ভালভাবে নিতে পারেননি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ফলে কৃষকদের রোষের মুখে পড়াটা ছিল স্বাভাবিক।

শুক্রবার কঙ্গনা হিমাচল প্রদেশের মানালি থেকে নিজের মার্সিডিজে চেপে আসছিলেন চণ্ডীগড়। সেখান থেকে বিমান ধরে তাঁর মুম্বই আসার কথা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কিন্তু পথে পঞ্জাবের কিরাতপুর সাহিব শহরে বিক্ষোভরত কৃষকরা তাঁর গাড়ি দেখে তা ঘিরে ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন। মহিলা কৃষকদের প্রতি যে বক্তব্য কঙ্গনা রেখেছেন তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করতে থাকেন তাঁরা।

এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ কঙ্গনা একটি ভিডিও বার্তায় জানান, হিমাচল প্রদেশ থেকে বিমান ধরতে না পেরে তিনি পঞ্জাবে আসেন। তিনি যখন বিমান ধরতে আসছিলেন তখন পথে নিজেদের কৃষক বলে দাবি করে উচ্ছৃঙ্খল এক ভিড় তাঁর গাড়ি ঘিরে তাঁকে আক্রমণ করে। তারা তাঁকে গালিগালাজ করে এবং তাঁকে হত্যার হুমকি দেয় বলেও দাবি করেছেন কঙ্গনা।

কঙ্গনার দাবি এই ধরনের উচ্ছৃঙ্খল ভিড়ই এই দেশে পিটিয়ে হত্যার ঘটনা ঘটায়। তাঁকে যদি পুলিশ এবং সিআরপিএফ সেখান থেকে উদ্ধার না করত তাহলে তাঁর সঙ্গেও এমন কিছু হতে পারত বলে ইঙ্গিত দেন কঙ্গনা।

বিক্ষোভরত কৃষকদের ধিক্কার জানান কঙ্গনা। পরে অবশ্য তিনি ওখান থেকে বেরিয়ে বিমান ধরতে চলে যান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *