Entertainment

ক্ষমা চেয়ে নিলেন কঙ্গনা রানাওয়াত

ক্ষমা চেয়ে নিলেন কঙ্গনা রানাওয়াত। সাধারণত এমন রূপে তাঁকে বড় একটা নজরে পড়েনা। বরং তিনি নানা বিষয়েই মন্তব্য করেন। যা অনেক সময় বিতর্কেরও জন্ম দেয়।

কঙ্গনা রানাওয়াতের পরিচিতি এখন আর শুধুই বলিউড অভিনেত্রীর গণ্ডিতে সীমাবদ্ধ নেই। তিনি এখন নানা বিষয়েই মন্তব্য করেন। কিছু মন্তব্য বিতর্কেরও জন্ম দেয়। অনেকে তা খণ্ডন করেন। তবে কঙ্গনা যে তাতে বড় একটা আমল দেন, তেমনটা নয়। বরং কঙ্গনা তাঁর নিজের মতামত পেশ করেন।

এবার কিন্তু কঙ্গনাকে কিছুটা অন্য রূপে দেখা গেল। পরনে সবুজের ওপর রানি রংয়ের পাড়ের শাড়ি ও গা ভর্তি গয়নায় সেজে ক্যামেরার সামনে এলেন কঙ্গনা।

সোশ্যাল সাইটে ভিডিও প্রকাশ করে কঙ্গনা জানালেন, যাঁরা তাঁর শত্রু তাঁরা তাঁর সাফল্যের পর তাঁকে কখনও আরামে থাকতে দেয়নি। সেই শত্রুদের তিনি ধন্যবাদ জানাতে চান। কারণ তাঁরাই তাঁকে লড়তে, সংঘর্ষ করতে শিখিয়েছেন।

এজন্য শত্রুদের প্রতি কঙ্গনা চিরকাল কৃতজ্ঞ থাকবেন। কঙ্গনা তাঁর শত্রুদের দিকে এই বার্তা ছুঁড়ে হয়তো একটা খোঁচাই দিয়েছেন। তবে তিনি বাকিদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

কঙ্গনা জানিয়েছেন, তাঁর ভাবনা অত্যন্ত সরল, তাঁর বিচার ধারাও সাদাসিধে, তিনি চিরকাল সকলের ভালই চেয়েছেন। তারপরেও তিনি যদি দেশের ভালোর জন্য বা কোনও সিনেমাকে কেন্দ্র করে কাউকে কিছু বলে থাকেন, যা সেই ব্যক্তির খারাপ লেগেছে, তাহলে কঙ্গনা তার জন্য ক্ষমাপ্রার্থী।

প্রসঙ্গত কঙ্গনা রানাওয়াতকে আগামী দিনে বেশ কয়েকটি সিনেমায় দেখা যেতে চলেছে। যার মধ্যে রয়েছে, ‘এমারজেন্সি’, ‘চন্দ্রমুখী ২’, ‘তেজস’, ‘মণিকর্ণিকা রিটার্নস: দ্যা লেজেন্ড অফ দিদ্দা’ এবং ‘সীতা – দ্যা ইনকারনেশন’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button