World

প্রবল কম্পন, সিঁদুরে মেঘ দেখছে দেশ


সূর্যোদয়ের দেশ জাপানে ভূমিকম্প ব্যাপারটা চিরকালই জলভাত। তবে এই জাপানেই প্রবল কম্পন এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। যা ভেবে আজও শিউরে ওঠেন সেখানকার অনেকেই। তাই কম্পন তীব্র হলেই তাঁদের নতুন করে বুক কাঁপে। ঘর পোড়া গরুর দশা হয়েছে তাঁদের। ফলে এখন সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। শুক্রবার জাপান কেঁপে ওঠে। কম্পনের মাত্রা ছিল ৬.৩। এই মাত্রার কম্পনকে তীব্র কম্পন বলেই ধরা হয়ে থাকে। ফলে আতঙ্ক ছড়ায়।


কম্পনের কেন্দ্রস্থল ছিল ২০ কিলোমিটার জলের তলায়। যদিও এদিন কোনও সুনামি সতর্কতা জারি হয়নি। দক্ষিণ জাপানের মিয়াজাকিতে এদিন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে কম্পন। মিয়াজাকির সমুদ্রতট বিখ্যাত। এখানে অনেক ধরনের জলক্রীড়াও হয়ে থাকে। চারধার পাহাড়, সমুদ্র আর সবুজে ঘেরা।


জাপানের এদিনের কম্পনে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। কোনও হতাহতের খবরও নেই। কম্পনের পর কোনও আফটার শকও অনুভূত হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *