Lifestyle

এখানে গেলে ভুলেও রাস্তায় কিছু খেতে খেতে হাঁটবেন না, জোর গলায় কথাও বলবেন না

রাস্তায় কিছু খাবার কিনে তা খেতে খেতে গন্তব্যের দিকে এগিয়ে চলার একটা প্রবণতা মানুষের থাকে। কিন্তু এখানে গেলে ভুলেও এমন কাজ করবেননা।

রাস্তার ধারের খাবার দোকান থেকে খাবার কেনার পর কিছু মানুষ দোকানের ধারেই দাঁড়িয়ে খাবারটা খেয়ে নেন। তারপর ফের গন্তব্যের দিকে রওনা দেন। আবার কিছু মানুষ সময় নষ্ট না করে খেতে খেতেই এগিয়ে চলেন রাস্তা ধরে। এসবের সঙ্গে সকলেই অভ্যস্ত।

খেতে খেতে যাচ্ছেন বা কে দোকান বা রাস্তার ধারের স্টলে দাঁড়িয়ে খাচ্ছেন তাতে কারও কিছু যায় আসেনা। কিন্তু এখানে তা যায় না আসলেও একটি দেশে আসে।

সে দেশে বেড়াতে বা অন্য কোনও কাজে গেলে এটা মনে রাখতে হবে যে এখানে খেতে খেতে রাস্তা দিয়ে হেঁটে চলাকে মোটেও ভাল চোখে নেওয়া হয়না।

এ দেশের মানুষ একে ঔদ্ধত্য বলে মনে করেন। খাবারকে অমর্যাদা করা এবং পরিচ্ছন্নতার অভাব বলে মনে করেন এখানকার মানুষ। এটা জাপানের বহু প্রাচীন রীতি। কোনও আইন না থাকলেও রাস্তায় খেতে খেতে হাঁটা মোটেও ভাল চোখে নেন না জাপানের মানুষ।

তাই সেখানে কেউ যদি রাস্তার ধারের কোনও দোকান থেকে খাবার কেনেনও, তাহলে সেখানেই দাঁড়িয়ে বা পাশের কোনও বেঞ্চে বসে খাবারটা শেষ করে তারপর উঠে গন্তব্যে হাঁটা লাগান। যদি সে খাবার ছোট্ট কিছুও হয়, তাহলেও তা তাঁরা হাটতে হাঁটতে খান না।

জাপানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। এখানে মানুষ খুব আস্তে কথা বলেন। পাবলিক প্লেসে তো বটেই। সেখানে কারও জোরে কথা বলা অত্যন্ত খারাপ বিষয় বলে মনে করা হয়। তাই জাপানে গেলে উঁচু গলায় বা চেঁচিয়ে কথা বলা থেকে নিজেকে বিরত রাখাই শ্রেয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *