National

বড়সড় সাফল্য, খতম পুলওয়ামার ষড়যন্ত্রকারী সহ ৩ জঙ্গি

সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ-এর কমান্ডার মুদাসির খানকে গুলি করে মারল যৌথবাহিনী। সেই সঙ্গে আরও ২ জঙ্গিকে খতম করেছে তারা। এমনই জানিয়েছে সেনা। তবে জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে ২ জনেরই দেহ মিলেছে। জইশের কমান্ডার স্থানীয় এক জঙ্গিকে খতম করাকে বড় সাফল্য হিসাবেই ধরা হচ্ছে। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে যে জঙ্গি হামলা হয় তার মাস্টারমাইন্ড এই মুদাসির খানই ছিল বলে মনে করছে সেনা।

Indian Army
জম্মু শ্রীনগর হাইওয়ের ওপর সেনা কনভয়ে জঙ্গি হামলার পর ঘটনাস্থলে সেনা, ছবি – আইএএনএস

গত রবিবার জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার পিংলিস গ্রামে জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর পায় যৌথবাহিনী। তারা গ্রাম ঘিরে ফেলে গুলিবর্ষণ শুরু করে। শুরু হয় ২ পক্ষে গুলির লড়াই। সেই গুলিযুদ্ধে মুদাসির খান সহ ৩ জইশ জঙ্গির মৃত্যু হয় বলে দাবি করে সেনা। যে বাড়িতে তারা লুকিয়ে ছিল সেই বাড়িটিও সম্পূর্ণ ধ্বংস করে দেয় যৌথবাহিনী।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Indian Army
জম্মু শ্রীনগর হাইওয়ের ওপর হামলাস্থল, ছবি – আইএএনএস

পুলিশের তরফে জানানো হয়েছে দেহগুলি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মুদাসিরের পরিবারের লোকই মুদাসিরের দেহ শনাক্ত করেছে। গোটা এলাকায় অন্য কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তাও তল্লাশি করে দেখে যৌথবাহিনী। এদিকে সেনা ৩ জঙ্গির মৃত্যুর হয়েছে বলে জানালেও তৃতীয় জঙ্গির দেহ এখনও পায়নি পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *