World

ভেঙে পড়ল ছোট বিমান, মৃত মেয়র সহ ১৪

বিমানে যতজন ছিলেন সকলেরই মৃত্যু হয়েছে। ছিলেন মোট ১৪ জন। তার মধ্যে ৯ জন যাত্রী ও ৫ জন বিমানকর্মী। যাত্রীদের মধ্যে ছিলেন কলম্বিয়ার তারাইরা শহরের মেয়রও। ছোট বিমানটি মূলত ২টি শহরের মধ্যে চলাচল করার জন্য কলম্বিয়ায় ব্যবহার হয়। এভাবে বিমান ভেঙে একটি শহরের মেয়রেরও মৃত্যু বিমান দুর্ঘটনার বিষয়টিকে চর্চার প্রাণকেন্দ্রে তুলে এনেছে।

কলম্বিয়ার সান জো দেল গুয়াভিয়ের ও ভিলাভিসেনসিও শহরের মধ্যে যাতায়াত করত বিমানটি। ডগলাস-৩ নামে ছোট বিমানটি আকাশে ওড়ার পর সেখান থেকে বিপদবার্তা আসে। তারপরই বিমানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুপরেই খবর আসে যে বিমানটি ভেঙে পড়েছে।

বিমানটি কেন ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এটি যান্ত্রিক গোলযোগ নাকি এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *