আরও বেশি শক্তিশালী হল ভারতীয় নৌসেনা, সৌজন্যে বাংলার সংস্থা
ভারতীয় নৌসেনার শক্তি আরও অনেকটা বাড়ল। অনেকটা নিশ্চিন্তও হতে পারল ভারতীয় নৌসেনা। এই শক্তিবৃদ্ধি হল বাংলার এক সংস্থার হাত ধরে।
ভারতের প্রতিরক্ষাকে সুনিশ্চিত করতে তার সেনাবাহিনী শক্তিশালী হওয়া আবশ্যিক। ভারতের ৩ দিকে জল। তাই এক শক্তিশালী নৌবহর ভারতীয় প্রতিরক্ষাকে আরও অনেকটা সুনিশ্চিত করতে পারে। সেই পথে আরও একধাপ এগোল নৌসেনা।
কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবার নৌসেনাকে একটি নতুন অত্যাধুনিক সার্ভে ভেসেল উপহার দিল। যা দেশের সুরক্ষার জন্য এবং জলে নজরদারি রাখার জন্য অত্যন্ত জরুরি।
এটি উপকুল এবং গভীর জলের হাইড্রোগ্রাফিক সার্ভে করতে সিদ্ধহস্ত। যা যে কোনও নৌবহরকে অনেকটা নিশ্চিন্ত করে, শক্তিশালীও করে। এছাড়া এই যুদ্ধজাহাজ থেকে হেলিকপ্টার ওড়ার সুবিধা রয়েছে।
ছোটখাটো হামলা মোকাবিলার জন্যও তৈরি এই জাহাজ। এই যুদ্ধজাহাজটি একটি জাহাজ হাসপাতাল হিসাবেও কাজ করবে। এটির নাম দেওয়া হয়েছে আইএনএস নির্দেশক।
এর আগে একই ধরনের কাজের জন্য একটি যুদ্ধজাহাজ তৈরি করেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। নাম আইএনএস সন্ধায়ক। এবার তার সঙ্গে যুক্ত হল আইএনএস নির্দেশক।
গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ১৯৬১ সাল থেকে ভারতীয় নৌসেনাকে যুদ্ধজাহাজ তৈরি করে দিচ্ছে। প্রথমটির নাম ছিল অজয়। এই নিয়ে ১১০টি যুদ্ধজাহাজ তৈরি করে ফেলেছে এই সংস্থা। যারমধ্যে ৭১টি ভারতীয় নৌসেনার জন্য তৈরি।
বাকিগুলি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য তৈরি। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ভারতের যত জাহাজ তৈরির সংস্থা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধজাহাজ নৌসেনাকে এখনও পর্যন্ত সরবরাহ করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা