Entertainment

বাবার কাছে ৪টি মন্ত্র শিখে নিয়েছেন হৃতিক রোশন

বাবা রাকেশ রোশনের হাত ধরেই তাঁর সিনেমা জগতে পা। তারপর তাঁকে কখনও ফিরে তাকাতে হয়নি। ‘কহো না …পেয়ার হ্যায়’ সুপারহিট হয়। ওটাই ছিল তাঁর প্রথম সিনেমা। তারপর বাবার সঙ্গেই করেছেন ‘কোই মিল গয়া’, ‘ক্রিস’-এর মত সিনেমা। কিন্তু বাবার সঙ্গে কাজ করা একরকম। আর বাইরের পরিচালকের সঙ্গে কাজ করা আর একরকম। অন্য পরিচালকের সঙ্গে কাজ করতে গেলে কীকী মাথায় রাখতে হবে তা বাবা রাকেশ রোশন শিখিয়ে দিয়েছেন হৃতিককে। যা এতদিন পর খোলসা করলেন হৃতিক রোশন।

হৃতিক জানান, অন্য পরিচালকের সঙ্গে কাজ করার জন্য বাবা ৪টি মন্ত্র তাঁকে শিখিয়ে দিয়েছেন। যা তিনি মাথায় গেঁথে নিয়েছেন। এক, পারস্পরিক সম্মান থাকা জরুরি। দুই, বুদ্ধি থাকা দরকার। তিন, মনোবল থাকা দরকার। আর চার, সহ্য ক্ষমতা থাকা দরকার। এগুলো মাথায় রেখেই তিনি তাঁর পরিচালক বেছে নেন। আর একবার বেছে নেওয়ার পর তাঁর কাজ হয় ওই পরিচালকের কথা শোনা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

হৃতিক রোশন বলিউডের সুপার হিরোদের মধ্যে একজন। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। কম সিনেমা করেন। বেছে করেন। বলিউডের প্রথমসারির পরিচালক করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, আশুতোষ গোয়াড়েকর, জোয়া আখতার, বিধু বিনোদ চোপড়া, সিদ্ধার্থ আনন্দ-এর মত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন হৃতিক। একদিকে যেমন ‘সুপার ৩০’ করেছেন। তেমনই অন্যদিকে ‘ওয়ার’ করেছেন। আর সবেতেই নিজেকে উজাড় করে দিয়েছেন বলিউডের এই রোমান গড। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *