Entertainment

করোনা ভাইরাসের তাঁর বাবাকে ভয় পাওয়া উচিত, বললেন হৃতিক

করোনা ভাইরাসের ভয় তাড়া করে বেড়াচ্ছে গোটা বিশ্বকে। ব্যতিক্রম নয় ভারতও। অনেক কষ্ট সহ্য করেও, অনেক ক্ষতি সহ্য করেও ভারতবাসী ২১ দিনের লকডাউন মেনে বাড়িতে থেকে করোনাকে হারানোর কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে যখন গোটা দেশ করোনার ভয়ে তটস্থ, তখন বলিউড সুপারস্টার হৃতিক রোশন এক চমকপ্রদ দাবি করেছেন। তাঁর দাবি, করোনা ভাইরাসের বরং তাঁর বাবাকে ভয় পাওয়া উচিত।

হৃতিকের বাবা রাকেশ রোশন বর্তমানে একজন প্রথমসারির পরিচালক। একসময়ে বলিউডের প্রথমসারির অভিনেতাও ছিলেন তিনি। সেই রাকেশ রোশন ৭১ বছর পূর্ণ করতে চলেছেন। হৃতিক জানিয়েছেন, এই বয়সেও তাঁর বাবা সারাদিন কঠোর পরিশ্রম করেন। কাজ করেন। ২ ঘণ্টা করে শরীরচর্চাও করেন। তার ওপর গত বছর তিনি ছিলেন ক্যানসার আক্রান্ত। সেই ক্যানসারের সঙ্গে লড়াই করে জিতেছেন রাকেশ রোশন।


হৃতিক রোশন মজার ছলেই জানিয়েছেন, তাঁর বাবা হারতে জানেন না। তাই করোনা ভাইরাসেরই বরং উচিত তাঁর বাবাকে ভয় পাওয়া। একটু ভয় নয়। রীতিমত ভয় পাওয়া উচিত করোনার! মজার ছলে হলেও তাঁর বাবার এই বয়সে দাঁড়িয়েও অদম্য ইচ্ছাশক্তি ও শরীরচর্চার কথা তুলে ধরে দেশের এই কঠিন মুহুর্তে সকলকে একটা সদর্থক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন হৃতিক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button