Mythology

পরমগুরু শ্রীকৃষ্ণের নির্দেশে গুরু পূর্ণিমার দিনই ঘটেছিল বিখ্যাত ঘটনাটি

নিয়ম ছিল সেই সময়কালে কেউ চিনতে পারবেনা। চিনলেই বিপদ। পরমগুরু শ্রীকৃষ্ণের নির্দেশে গুরু পূর্ণিমার দিনই ঘটেছিল বিখ্যাত ঘটনাটি।

কুরুরাজ দুরাত্মা দুর্যোধনের নির্দেশে বারো বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পঞ্চপাণ্ডব। অজ্ঞাতবাসের বছর প্রায় পরিপূর্ণ হওয়ার পথে।

অজ্ঞাতবাসের নিয়ম ছিল সেই সময়কালে তাঁদের কেউ চিনতে পারবেনা। চিনলেই বিপদ। তাই পাণ্ডবরা বিরাট রাজ্যে নিজেদের পরিচয় গোপন করে দিন কাটাচ্ছিলেন। কিন্তু এভাবে কাটাতে কাটাতে ক্লান্ত পাণ্ডবরা আত্মপ্রকাশের জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন।

Guru Purnima
পঞ্চপাণ্ডব ও বেদব্যাস – ছবি – সৌজন্যে – উইকিপিডিয়া

পঞ্চপাণ্ডবের মধ্যে সহদেব ছিলেন গণিতজ্ঞ। তিনি জানালেন, গুরু পূর্ণিমার দিনেই শেষ হচ্ছে অজ্ঞাতবাসের সময়কাল। এখন কি করবেন তাঁরা? গুরুর উপদেশ প্রয়োজন। পরমগুরু শ্রীকৃষ্ণের নির্দেশে তাঁরা আত্মপ্রকাশ করেছিলেন আষাঢ় মাসের পরম পবিত্র পূর্ণিমা তিথিতে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *