Mythology

দেবর্ষি নারদের পরামর্শ, গুরু পূর্ণিমার দিন এই কাজটি করা ভুল

মহাভারতে ঋষি বৈশম্পায়নকে দেবর্ষি নারদ পুজোর বিষয়ে একসময় পরামর্শ দিয়েছিলেন। দেবর্ষি উপদেশ দিয়েছিলেন গুরু পূর্ণিমায় পুজোর বিষয়ে।

গুরু পূর্ণিমা ও ব্যাস পূর্ণিমা উভয় উপলক্ষে কৃত্য একেবারেই ভিন্ন ভিন্ন। গুরু পূর্ণিমাতে পুজো করতে হয় দীক্ষাগুরু তথা আদিগুরুর, ব্যাস পূর্ণিমাতে পুজো করতে হয় কথাবাচকে ব্যাসদেবের – কৃত্য বিষয়ে এই প্রভেদ।

মহাভারতে দেবর্ষি নারদ পুজোর বিষয়ে একসময় পরামর্শ দিয়ে বলেছিলেন ঋষি বৈশম্পায়নকে – হে বৈশম্পায়ন! তুমি এইভাবে সেই ব্যাসপুজো করবে এবং তারপরে ব্যাসরূপী কথাবাচয়িতাকে নমস্কার করবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Guru Purnima
একলব্যের গুরুদক্ষিণা গুরু দ্রোণকে – ছবি – সৌজন্যে – উইকিপিডিয়া

এখানে আষাঢ়ী বা ব্যাস পূর্ণিমাতে দেবর্ষি ব্যাসরূপী কথাবাচকের পুজোর কথাই বলেছেন। একই দিনে গুরু পূর্ণিমা ও ব্যাস পূর্ণিমা হলেও উভয় উপলক্ষে পুজো ও সার্বিক উৎসব অনুষ্ঠানাদি একেবারে ভিন্ন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *