World

মার্কিন প্রেসিডেন্টকে মধ্যমা প্রদর্শন, চাকরি খোয়ালেন মহিলা


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যমা দেখিয়ে চাকরি খোয়ালেন এক মহিলা। ২০১৭-র অক্টোবরে জুলি ব্রিস্কম্যান নামে ঐ মহিলা সাইকেলে করে ভার্জিনিয়ার রাস্তা ধরে যাচ্ছিলেন। সেই সময় সেখান দিয়ে পার হচ্ছিল প্রেসিডেন্টের কনভয়। গলফ কোর্স থেকে হোয়াইট হাউসের দিকে সারিবদ্ধভাবে যাচ্ছিল গাড়িগুলি। প্রেসিডেন্টের গাড়িকে লক্ষ্য করে কনভয়ের পাশাপাশি সাইকেল নিয়ে ছুটতে থাকেন মধ্যবয়স্কা ব্রিস্কম্যান। সুযোগ বুঝে বাঁ হাতের মধ্যমাটিকে শূন্যে তুলে অশ্লীল ইঙ্গিত করেন তিনি। সঙ্গে সঙ্গে সেই ছবি ক্যামেরাবন্দি করেন প্রেসিডেন্টের কনভয়ে থাকা এক চিত্রসাংবাদিক। গত ২৯ অক্টোবর সেই ছবি প্রকাশ্যে এলে তীব্র আলোড়ন তৈরি হয়।


প্রবলভাবে ট্রাম্পবিরোধী জুলি ভাইরাল হওয়া ছবিটিকে আবার নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে প্রোফাইল ইমেজ করেন। অনেকে আবার অসমসাহসী ব্রিস্কম্যানের বাহাদুরির জন্য তাঁকে শুভেচ্ছাও জানান। কর্মচারির এহেন আচরণের খবর গিয়ে পৌঁছয় জুলির কর্মস্থল আকিমার কর্তাব্যক্তিদের কানে। এমন কাণ্ড করার জন্য তাঁকে সংস্থা বরখাস্ত করে। রাতারাতি চাকরি খোয়ান জুলি ব্রিক্সম্যান। ২ সন্তানের জননী জুলি এখন মোটা মাইনের চাকরি হারিয়ে কোম্পানির বিরুদ্ধে মার্কিন মানবসম্পদ মন্ত্রকে নালিশ ঠুকবেন বলে জানিয়েছেন। এখন দেখার, কোথাকার মধ্যমা, থুড়ি, জল কোথায় গড়ায়।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *