World

পর্যটকদের জন্য তিব্বতে হিমালয়ের বেস ক্যাম্প বন্ধ করল চিন

এভারেস্টে ওঠার বেশ কিছু রুট রয়েছে। যারমধ্যে তিব্বতের দিক থেকেও একটি রুট আছে। যা নিয়ন্ত্রণ করে চিন। সেই রুট দিয়ে এভারেস্টে ওঠার পারমিট নিয়ে যাঁরা আসবেন তাঁদের উঠতে দেওয়া হবে। কিন্তু এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত বেড়ানোর যে সুবিধা সাধারণ পর্যটকদের ছিল, তা এবার বন্ধ করে দিল চিন সরকার। চিনের দাবি, পর্যটকরা বেস ক্যাম্পে বেড়াতে এসে এত নোংরা করছেন যে তা বন্ধ করতে তারা বাধ্য হল।

Mount Everest


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তিব্বতের দিকে ৫ হাজার ২০০ মিটারে বেস ক্যাম্প রয়েছে এভারেস্টের। তার কিছুটা নিচে রয়েছে একটি বৌদ্ধ গুম্ফা। সেই গুম্ফা পর্যন্ত পর্যটকরা যেতে পারবেন। কিন্তু তার ওপর তাঁদের উঠতে দেওয়া হবে না। গত মাসেই এই সিদ্ধান্ত নিয়েছিল চিনা প্রশাসন। তবে তা গত কয়েকদিনে সামনে আসে। তারপরই পরিস্কার হয়ে যায় যে সাধারণ পর্যটকরা এভারেস্টের ৫ হাজার মিটার উচ্চতায় রংপো গুম্ফা পর্যন্ত যেতে পারলেও তার ওপর উঠতে পারবেন না। তবে যাঁরা হিমালয় অভিযানে আসেন সেসব পর্বতারোহীদের শৃঙ্গ পর্যন্তই যেতে দেওয়া হবে।

Mount Everest

এতদিন নেপালের দিক থেকেই বেশি পর্বতারোহী এভারেস্টের চূড়া ছুঁতে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতে ওঠা শুরু করতেন। তবে হালফিল সেই প্রবণতা ২ ভাগে সমান ভাগে ভাঙছে। এখন তিব্বতের দিক থেকেও বহু পর্বতারোহী এভারেস্ট আরোহণ শুরু করছেন।

Mount Everest

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *