কোথাও লুকিয়ে থাকতে পারবেনা জঙ্গিরা। তাদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে। শনিবার মহারাষ্ট্রে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলওয়ামায় জঙ্গি হানায় এখনও পর্যন্ত ৪৯ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী এদিন বলেন, দেশের সেনা ও সুরক্ষাবাহিনীর ওপর দেশবাসীর পূর্ণ আস্থা রয়েছে। তাঁদের নিয়ে গর্ব রয়েছে। তাই শহিদদের বলিদান ব্যর্থ হবেনা। শনিবার মহারাষ্ট্রের ইয়াভাতমলে একটি মহিলা, কৃষকদের জনসভায় এমনই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কোথাও এবং কখন জঙ্গিদের শাস্তি দেওয়া হবে তা সেনা ও সুরক্ষাবাহিনীর হাতেই ছেড়ে দিয়েছেন তিনি। তাদের এ বিষয়ে পূর্ণ স্বাধীনতার কথা গত শুক্রবারই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি দেশবাসীকে কিছুটা ধৈর্য ধরতে বলেন। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী এদিন ফের বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কোনও মূল্যে ছাড়া হবে না।
১৯৮৯ সাল থেকে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথাচাড়া দেয়। তারপর থেকে এখনও পর্যন্ত উপত্যকায় জঙ্গি কার্যকলাপ অব্যাহত। তবে এতদিনে কখনও এতবড় মাপের হামলা চালাতে পারেনি সন্ত্রাসবাদীরা। পুলওয়ামায় এখনও পর্যন্ত সবচেয়ে ভয়ংকর জঙ্গিহানার ঘটনা ঘটাল তারা। যার জেরে গোটা দেশ রাগে ফুঁসছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)