World

১৯ তলা বাড়ির পেটের মধ্যে দিয়ে গেছে মেট্রো রেল, ওপরে নিচে গৃহস্থের ফ্ল্যাট

কারও কারও বাড়ি থেকে মেট্রো স্টেশন খুব কাছে হয়। কিন্তু এই বাড়ির বাসিন্দাদের বাড়িতেই মেট্রো স্টেশন। এ এক অভিনব সুবিধা।

একটা ১৯ তলা বাড়ি। তারই একটা উচ্চতায় বড় গর্ত করা। যার মধ্যে দিয়ে প্রবল গতিতে ছুটে আসা মেট্রো রেল ঢুকে যাচ্ছে। দেখে মনে হবে একটা মেট্রো রেল ওই বাড়ির পেটের মধ্যে প্রবেশ করছে। সত্যিই করছেও তা।

১৯ তলা ওই বাড়ির পেটের মধ্যে দিয়ে চলে গেল মেট্রো রেল। বাড়িটি কিন্তু একটি সাধারণ আবাসন। যেখানে অনেক গৃহস্থ পরিবারের বাস।

স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে সুখের বসবাস। তাঁদেরই সেই ফ্ল্যাটবাড়ির মাঝখান দিয়ে মেট্রো চলে যাওয়াটা কিন্তু এখানকার বাসিন্দাদের স্পেশাল করে তুলেছে।

তাঁরা এখন বলেন, অনেকের বাড়ির কাছে মেট্রো হয়। তাঁদের বাড়িতেই মেট্রো। বাড়ির দরজা থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে বা লিফট বেয়ে তাঁরা আর একতলায় যান না। বরং মেট্রো স্টেশনে যান। সেখান থেকে ট্রেন ধরে শহরের গন্তব্যে অনায়াসেই পৌঁছে যান।

একটি আবাসনের মধ্যে দিয়ে মেট্রো ছুটে গেলে তার আওয়াজও তো প্রবল হবে। কিন্তু এই মেট্রো তৈরির সময় যেমন ওই বাড়ির পেটে প্রবেশ করার পর মেট্রোর স্টেশন, তেমন ইঞ্জিনিয়াররা মেট্রোর গতি এখানে নিয়ন্ত্রিত করে শব্দও নিয়ন্ত্রণ করেছেন। ফলে তেমন কোনও আওয়াজই হয়না মেট্রোর জন্য। ফলে বাসিন্দাদেরও কোনও সমস্যা হয়না।

চিনের চংকুইং শহরের এই আবাসনের পেট চিরে মেট্রো যেমন শহরের বাসিন্দাদের যাতায়াত সুগম করছে, তেমন এটি একটি দ্রষ্টব্য বিষয়ও হয়ে উঠেছে। শহরের এই ১৯ তলা বাড়ির পেটের মধ্যে দিয়ে মেট্রো যাতায়াত দেখতেও অনেকে হাজির হন এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button