যুগান্তকারী খোঁজ চাঁদের মাটিতে, ভারতের দাবিতে পড়ল সিলমোহর
চাঁদে যে এটি থাকতে পারে তা আগেই অনুমান করেছিলেন নাসার এবং ভারতীয় বিজ্ঞানীরা। তবে এবার তার প্রমাণ মিলল হাতেনাতে।
চাঁদে কি লুকিয়ে আছে তার খোঁজ চলছে বহুদিন ধরেই। নাসা এবং ভারতের বিজ্ঞানীরা একটি বিষয় নিয়ে প্রায় নিশ্চিত ছিলেন। এবার চাঁদের মাটি পরীক্ষা করে সেই অনুমানকে সর্বৈব সত্য করে দিলেন চিনের বিজ্ঞানীরা।
চিনের চ্যাঙ্গই ৫ চন্দ্রাভিযান চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে দেয়। সেই নমুনা নতুন দিক উন্মোচন করেছে। অনুমান সত্যি করে চাঁদে জল পেয়েছেন বিজ্ঞানীরা। চাঁদের মাটি পরীক্ষা করে চিনের বিজ্ঞানীরা দাবি করেছেন, সে মাটিতে তাঁরা এইচ২ও অণুর খোঁজ পেয়েছেন।
এইচ২ও-র সঙ্গে মিশে থাকা খনিজেরও খোঁজ মিলেছে। এটাও মনে করা হচ্ছে চাঁদের অধিকাংশ জায়গাতেই মাটিতে এই এইচ২ও অণু রয়েছে। যা সেখানে জলের অস্তিত্ব প্রমাণ করে।
জল যে চাঁদে রয়েছে তা আগেই দাবি করেছিলেন ভারতীয় বিজ্ঞানীরা। তবে চাঁদের মাটি হাতে নিয়ে তা পরীক্ষাগারে পরীক্ষা করে সে দাবি করেননি তাঁরা।
চিন এবার সেই মাটি হাতে নিয়ে পরীক্ষা করে এমন দাবি করল। যা ভারতের আগের দাবিকে সত্যি প্রমাণ করে দিল। চিন এমন এক জায়গা থেকে এই নমুনা মাটি সংগ্রহ করেছিল যেখানে জলের অণু থাকতেই পারেনা বলে মনে করা হয়েছিল।
কিন্তু সে ধারনা ভুল প্রমাণ করে চাঁদের সেই অংশের মাটিতেই এইচ২ও অণুর দেখা পেলেন বিজ্ঞানীরা। যা চাঁদ সম্বন্ধে ধারনা আরও স্পষ্ট করল। চাঁদকে আরও ভাল করে চেনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে দিল বিজ্ঞানীদের।