২ সহকর্মীর বিবাহবহির্ভূত সম্পর্ক, অফিসে সকলের সামনেই চুম্বন
২ জনেই বিবাহিত। কিন্তু একে অপরের প্রেমে আত্মহারা। তাঁরা অফিসে সকলের সামনেই একে অপরের সঙ্গে চুম্বনে লিপ্ত হতে দ্বিধা করলেন না। তারপর তুলকালাম।
তাঁদের প্রেমের সম্পর্ক আজকের নয়। ২০২০ সালেই তাঁরা ধরা পড়ে যান। পুরুষটি তাঁর স্ত্রীর কাছেই ধরা পড়েন। তাঁর স্ত্রী অফিসের অন্য এক মহিলা সহকর্মীর সঙ্গে তাঁর স্বামীর চ্যাট সকলের সামনে তুলে ধরেন।
এদিকে সে ঘটনা জানাজানি হওয়ার পর ওই মহিলা কর্মীর স্বামীও অফিসে চড়াও হন। অফিসে এসে তাঁর স্ত্রীর বিবাহিত প্রেমিককে হুমকি দিয়ে যান। এত কিছু হওয়ার পরও ২ সংসারী মানুষ কিন্তু নিজেদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক চালিয়ে যান। তাও কোনও রাখঢাক ছাড়াই।
এবার তাঁরা অফিসের মধ্যেই চুম্বনে লিপ্ত হলেন। তাও আবার কোথাও গোপনে নয়, একেবারে অফিসের অন্য কর্মীদের সামনেই তাঁরা একে অপরকে চুম্বন করেন। যা নিয়ে শুরু হয় হইচই।
এতদিন দুজনের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে অফিসের অন্য কর্মীরা কানাঘুষো করলেও সামনে কিছু বলতেন না। কিন্তু সকলের সামনে চুম্বনটা তাঁরা মেনে নিতে পারেননি। তাঁরা একত্রে ওই ওষুধ সংস্থার ম্যানেজারের কাছে অফিসের পরিবেশ নষ্ট হচ্ছে বলে নালিশ জানান।
তাতে অফিসের অনেকে সইও করেন। এর ভিত্তিতে লিউ নামে ওই পুরুষ কর্মী ও চেন নামে ওই মহিলা কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে সংস্থা। এটা আবার মেনে নিতে পারেননি ২ জনেই। তাঁরা ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হন। যদিও তাঁদের ক্ষতিপূরণের আবেদন নাকচ হয়ে যায় আদালতে।
কারণ সংস্থার তরফে সংস্থার নিয়মাবলী আদালতে পেশ করা হয়। যা অনুসারে তাঁরা অফিসের মধ্যে সহকর্মীদের সামনে এভাবে চুম্বনে লিপ্ত হতে পারেননা। ঘটনাটি ঘটেছে চিনের সিচুয়ান প্রদেশে। সাউথ চায়না মর্নিং পোস্ট-এ খবরটি প্রকাশিত হওয়ার পর আলোড়ন পড়ে যায়। বিশ্বের অনেক সংবাদমাধ্যমেই খবরটি প্রকাশিত হয়েছে।