রাস্তার ধারে পড়ে থাকা বন্ধ সিন্দুকের রহস্য ক্রমশ দানা বাঁধছে
পুলিশও বুঝে উঠতে পারছেনা কি আছে ওই সিন্দুকে। সেটিকে রাস্তার ধারে এভাবে ফেলে যাওয়ারই বা মানে কি। কিছুই পরিস্কার নয়।
পিচ ঢাকা সড়ক পথ। হাইওয়ে হওয়ায় সর্বত্র যে জনবসতি রয়েছে এমনটা নয়। তেমনই সেই হাইওয়ের ধারে একটা ফাঁকা জায়গায় পড়ে আছে একটি বিশাল সিন্দুক। একেবারে সেই আদ্যিকালের সিন্দুকের মত দেখতে নয়। দেখতে আধুনিক।
বড় ধাতব বাক্সের মতন। তবে তা বন্ধ করা। খুলতে গেলে ভাঙতে হবে বা ধাতব পাত কেটে ফেলতে হবে। যদিও সে রাস্তায় শুরুতেই হাঁটতে চায়নি স্থানীয় পুলিশ। বরং এ সিন্দুকের রহস্য উন্মোচনের চেষ্টা করে।
পুলিশ ওই সিন্দুকের কথা জানার পর সেই জায়গায় পৌঁছে যায়। তারপর সেটিকে ঘিরে নেয়। পরীক্ষা করে দেখে সিন্দুকটিকে। বিষয়টি নিয়ে কারও কিছু জানা আছে কিনা তার খোঁজ শুরু করেন পুলিশ আধিকারিকরা।
তাতেই তাঁরা এক ব্যক্তির কাছে জানতে পারেন যে ওই ব্যক্তি সিন্দুকটিকে নামাতে দেখেছেন। একটি গাড়িতে করে ওই সিন্দুকটি আনা হয়। এক ৫০ থেকে ৬০ বছরের মধ্যে বয়স হবে এমন ব্যক্তি সিন্দুকটিকে গাড়ি থেকে টেনে নামান।
তারপর সেটিকে রাস্তার ধারে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যান। পুলিশ এটা বুঝে উঠতে পারছেনা ওই ব্যক্তি এত বড় একটা সিন্দুক এভাবে রাস্তার ধারেই ফেলে গেলেন কেন!
রহস্যের জট খোলার চেষ্টা করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে টেক্সাসে। সেখানেই একটি রাস্তার ওপর এই পরিত্যক্ত সিন্দুকটি পড়ে ছিল। এই সিন্দুকের খবর বহু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।