World

অবিশ্বাস্য বাড়ি, বিশ্বের সবচেয়ে বড় আবাসনে একসাথে থাকেন ২০ হাজার মানুষ

একটিই বাড়িতে ২০ হাজার মানুষের বাস। এটাই ঘটনা। এটাই বিশ্বের সবচেয়ে বড় আবাসন। যেখান থেকে মানুষকে কোনও প্রয়োজনে বাইরে যেতে হয়না।

এখন তো অনেক মানুষ থাকার মত বড় আবাসনের কথা সকলের জানা। সেখানে কত মানুষ একসঙ্গে থাকতে পারেন? হাজার, ২ হাজার, ৩ হাজার! কিন্তু এ পৃথিবীতে এমন এক আবাসনও রয়েছে যেখানে ২০ হাজার মানুষ একসঙ্গে থাকেন একটিই আবাসনে।

ইংরাজি এস অক্ষরের মত এই বাড়ির ধরন। অবশ্যই বেশ অন্যরকম দেখতে এই কমপ্লেক্স ৬৭৫ মিটার উঁচু। প্রায় ৩৯ তলা এই রিজেন্ট ইন্টারন্যাশনাল নামে আবাসনের মোট এলাকা ১৪ লক্ষ ৭০ হাজার বর্গ মিটার।


এই বাড়িটি প্রথমে তৈরি করা হয়েছিল একটি বিলাসবহুল হোটেল বানানোর জন্য। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এটিকে একটি আবাসনের রূপ দেওয়া হয়। তবে সাধারণ আবাসন নয়, বিলাসবহুল আবাসন।

এখানে থাকার খরচও অনেক। তবে এখানে যাঁরা থাকেন তাঁদের কোনও প্রয়োজনে এই কমপ্লেক্সের বাইরে বার হতে হয়না। এখানে রয়েছে যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য দোকানপাট। রয়েছে রেস্তোরাঁ। রয়েছে স্কুল। রয়েছে হাসপাতাল।


এমনকি বিনোদনের নানা ব্যবস্থাও রয়েছে এই একটি কমপ্লেক্সের মধ্যেই। এছাড়া রয়েছে সেলুন, ফুড কোর্ট, ফিটনেস সেন্টার, সুইমিং পুল সহ নানা সুবিধার বন্দোবস্ত।

চিনের কিউয়াংজিয়াং শহরের এই আবাসন কেবল থাকার জায়গাই নয়, গোটা বিশ্বের কাছে এক দ্রষ্টব্য বাড়িও। বিশ্বের সবচেয়ে বড় আবাসন। সোশ্যাল সাইটে বিষয়টি সামনে আসার পরই বিশ্বের সব প্রান্তের বহু মানুষ এই বাড়িটি সম্বন্ধে জানতে পেরেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমও এই খবর প্রকাশে বিলম্ব করেনি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button