সব ধারনা বদলে গেল, কিছুদিন আগেও চাঁদে অগ্নুৎপাত লেগেই থাকত
চাঁদে অগ্নুৎপাত লেগেই থাকত, তাও বেশিদিন আগের কথা নয়। এমন কথা জানতে পারলেন বিজ্ঞানীরা। কতদিন আগে অগ্নুৎপাত হত চাঁদে, তাও জানালেন।
চাঁদে সক্রিয় আগ্নেয়গিরি ছিল। চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে এনেছে চিনের যান। চিনের বিজ্ঞানীরা সেই নমুনা পরীক্ষা শুরু করে দিয়েছেন। আর তা করতে গিয়েই তাঁরা এমন কিছু উপাদান চাঁদের মাটিতে পেয়েছেন যা আরও এক নতুন তথ্য সামনে এনে দিল।
মাত্র ১২ কোটি বছর আগেও চাঁদে অগ্নুৎপাত হত। সেখানে আগ্নেয়গিরিগুলি যথেষ্ট সক্রিয় অবস্থায় ছিল। অগ্নুৎপাতও হত। যে নমুনা সংগ্রহ হয়েছে তার উপাদান পরীক্ষা করার পর বিজ্ঞানীরা এই নতুন তথ্যের হদিশ পেয়েছেন। যা ফের চাঁদ সম্বন্ধে ধারনা বদলে দিল।
কারণ এর আগে বিজ্ঞানীদের ধারনা ছিল চাঁদে অগ্নুৎপাত হত ঠিকই, তবে তা ১২ কোটি বছর আগে নয়। তার থেকেও অনেক অনেক আগে। ১২ কোটি বছর আগে পর্যন্তও যে চাঁদে সক্রিয় আগ্নেয়গিরি ছিল তা এতদিনে জানতে পারলেন বিজ্ঞানীরা।
১২ কোটি বছর আগে পৃথিবীতে তখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে ডাইনোসররা। সেই সময়ও চাঁদে কিন্তু অগ্নুৎপাত হচ্ছে। এটা বিজ্ঞানীদেরও বেশ প্রভাবিত করেছে।
মাত্র ১২ কোটি বছর আগেও চাঁদের মাটিতে অগ্নুৎপাত চাঁদকে আরও ভালভাবে চিনতে সাহায্য করবে বলে মনে করছেন তাঁরা। চিনের চ্যাঙ্গই ৫ মিশন চাঁদের মাটিতে নেমে সেখান থেকে মাটি পাথরের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফেরে।
তারপরই চিনের বিজ্ঞানীরা তা নিয়ে পরীক্ষা শুরু করেন। তারপরই এই নতুন তথ্য সামনে এল। যে খবর বিভিন্ন পত্রপত্রিকায় ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।