National

ফের চমক, লোকসভার স্পিকার হিসাবে ওম বিড়লার নাম প্রস্তাব করল বিজেপি

লোকসভার স্পিকার হিসাবে যে বিজেপি ওম বিড়লার নাম প্রস্তাব করতে পারে সেকথা কারও মাথায় আসেনি। কিন্তু এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর মত নেতারা রাজস্থানের ২ বারের সাংসদ ওম বিড়লার নাম প্রস্তাব করেন। ৫৭ বছরের ওম বিড়লাকে স্পিকার হিসাবে আরও ১০টি দল সমর্থন করবে বলে জানিয়ে দিয়েছে।

আগামী বুধবার ভোটাভুটির মধ্যে দিয়ে লোকসভার স্পিকার বেছে নেওয়া হবে। তবে সেটা নিয়মরক্ষা মাত্র। বিজেপির একার যে গরিষ্ঠতা রয়েছে তাতে তারাই শেষ কথা হতে চলেছে স্পিকার নির্বাচনে। তবে অন্য ১০টি দলও জানিয়ে দিয়েছে তারা ওম বিড়লাকেই স্পিকার হিসাবে সমর্থন করতে চলেছে। এরমধ্যেই এনডিএ শরিক দল হিসাবে সমর্থন করতে চলেছে আকালি দল, শিবসেনা, জেডিইউ, এলজেপি, এআইএডিএমকে, আপনা দল, এনপিপি ও মিজো ন্যাশনাল ফ্রন্ট।

এনডিএ-র বাইরে থেকেও সমর্থন পেতে চলেছেন ওম বিড়লা। স্পিকার হিসাবে তাঁকে সমর্থন করতে চলেছে ওয়াইএসআরসিপি এবং বিজেডি। ফলে ওম বিড়লাই যে লোকসভার নতুন স্পিকার হতে চলেছেন তা মোটামুটি পরিস্কার। এখন বাকি শুধু নিয়মরক্ষা। এর আগে লোকসভার স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন। তবে এবার আর তিনি ভোটে দাঁড়াননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *