Astro Tips

সম্মানহানি, শুধুই হতাশা-নিরাশা, এমন নানা সমস্যা থেকে মুক্তির সহজ পদ্ধতি

যে সময় মাথার চুল পাকার কথা নয়, সম্মানহানি হচ্ছে, হওয়া কাজে শুধু বাধা হচ্ছে, নিরাশায় মন আচ্ছন্ন হয়ে আছে, কাজটি করলে মিলবে মুক্তি।

এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।

যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।

বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় মানুষের কল্যাণে সাধুদের দেওয়া উপদেশের ভিত্তিতে এই কথাগুলি বলা।

সাধারণভাবে যে সময় মাথার চুল পাকার কথা নয়, সে নারী বা পুরুষ যেই হোক না কেন, সম্মানহানি হচ্ছে, হওয়া কাজে শুধু বাধা হচ্ছে, শুধু হতাশা, নিরাশায় মন আচ্ছন্ন হয়ে আছে, এমনটা হলে পরিবারের সকলের থেকে অর্থ সংগ্রহ করে দীক্ষিতরা গুরুগৃহে, অদীক্ষিতরা কোনও মন্দিরে দান করে এলে এই অস্বস্তিকর অবস্থা থেকে ধীরে ধীরে মুক্তি আসে। — তথ্য – শিবশংকর ভারতী

Show More

4 Comments

  1. শিবশংকর ভারতী মহাশয়, প্রণাম নেবেন….আমার জন্ম তারিখ 29/3/1976 সোমবার, বেলা 11:15, ঝাড়গ্রাম , চার বছর বয়সে পিতৃহীন, সবই চলছে কিন্ত স্বাচ্ছন্দ্য নেই । যদি আমাকে কিছু উপায় বলেন…..

  2. আমার প্রনাম নেবেন।আপনি যাদের ফিরিয়ে দেন আমি তাদের মধ‍্যে একজন।এর জন‍্য আপনার প্রতি আমার শ্রদ্ধা এতটুকুও কমেনি।আপনার পা ছুয়ে প্রনাম করতে পেরেছি বলে নিজেকে ধন‍্য মনে করি।ভোগান্তিটাই আমার সমাধান,এটাও আপনার থেকে শেখা।সমস্যা কে উপভোগ করছি।ভালো আছি,সত‍্যের সঙ্গে,শিবের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published.