Sports

অপ্রতিরোধ্য বিরাট, দিল্লি টেস্টেও ব্যাকফুটে শ্রীলঙ্কা

দিল্লির ফিরোজ শাহ কোটলার পিচে ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারত অধিনায়কের দুরন্ত দ্বিশতরান শুধু রেকর্ডই গড়ল না, ভারতকেও ম্যাচ জয়ের স্বপ্ন দেখাল। প্রথম দিনে ১৫৬ রানে অপরাজিত অবস্থায় শেষ করার পর এদিন সকাল থেকে দূষণের কারণে বিঘ্নিত ম্যাচে বিরাটের ব্যাট কথা বলতে থাকে। শ্রীলঙ্কার কোনও বোলারই বিরাটকে রুখতে পারছিলেন না। ব্যক্তিগত ২৪৩ রানে সান্দাকনের বলে এলবিডব্লিউ হয়ে বিরাট যখন প্যাভিলিয়নে ফেরেন তখন ভারত শক্ত ভিতে। অন্যদিকে নাগপুরের পর দিল্লিতেও ডবল সেঞ্চুরি করলেন বিরাট। কলকাতা টেস্টে করেছিলেন সেঞ্চুরি। এদিকে অধিনায়ক হিসাবে ৫টি ডবল সেঞ্চুরি করার রেকর্ড এতদিন ছিল ব্রায়ান লারার ঝুলিতে। অধিনায়ক হিসাবে ৬টি ডবল সেঞ্চুরি করে সেই রেকর্ডও এদিন ভেঙে দিলেন বিরাট কোহলি। এদিন রোহিত শর্মাও ৬৫ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। ভারত যখন ৭ উইকেট হারিয়ে ৫৩৬ রানে, ক্রিজে ব্যাট হাতে রয়েছেন ঋদ্ধিমান ও জাদেজা, তখনই বিরাট কোহলি প্যাভিলিয়ন থেকে ইশারায় জানিয়ে দেন তিনি ডিক্লেয়ার দিচ্ছেন। ওরা যেন উঠে আসেন।

এরপর শ্রীলঙ্কা ব্যাট করতে নামলে ইনিংসের প্রথম বলেই সামির সুইং বুঝতে না পেরে ব্যাটের কানা ছুঁইয়ে ঋদ্ধিমানের হাতে ধরা পড়েন করণারত্নে। দলগত ১৪ রানের মাথায় ১ রান করে আউট হন ডি সিলভাও। ইশান্তের বলে আউট হন তিনি। এদিন অবশ্য ম্যাথিউজ ও পেরেরার ক্যাচ পড়েছে ভারতের হাত থেকে। তবে পেরেরাকে (৪২) ফেরায় জাদেজার ঘূর্ণি। এদিন বল হাতে তেমন কিছু করতে পারেননি ভারতীয় স্পিন আক্রমণের প্রধান ভরসা অশ্বিন। দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেট হারিয়ে ১৩১ রান। খেলার যা অবস্থা তাতে সব ঠিকঠাক চললে ভারত এই টেস্টেও জয় পেতে চলেছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button