Sunday , February 24 2019
Albert Einstein
অ্যালবার্ট আইনস্টাইন, ছবি - আইএএনএস

রেকর্ড দামে বিক্রি হল আইনস্টাইনের ‘গড লেটার’

প্রবাদপ্রতিম বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের একটি দেড় পাতার চিঠি। যা বিশ্বে গড লেটার নামে অধিক পরিচিত। সেই চিঠি দ্বিতীয়বারের জন্য উঠেছিল নিলামে। মনে করা হচ্ছিল তা ১.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে যাবে। কিন্তু সব জল্পনায় জল ঢেলে তার প্রায় দ্বিগুণ দামে বিক্রি হল চিঠিটি। দাম চড়ল ২.৯ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা হিসেব করলে দাঁড়ায় ২০ কোটি ৪৬ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা!

মৃত্যুর ১ বছর আগে ১৯৫৪ সালে ৭৪ বছর বয়সে কিংবদন্তী বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এই চিঠিতে লিখেছিলেন যে ঈশ্বর মানুষের দুর্বলতার অভিব্যক্তি ও সৃষ্ট বস্তু ছাড়া আর কিছুই নয়। ধর্মের ভাবনার সঙ্গে তাঁর এক প্রবল দ্বন্দ্ব এই চিঠিতে উঠে আসে। জার্মান ভাষায় জার্মান দার্শনিক এরিক গুটকাইন্ডকে লেখা এই চিঠি খুব একটা তখন প্রচারের আলোয় আসেনি। পরবর্তীকালে ২০০৮ সালে সেই চিঠিটি নিলামে ওঠে ও বিক্রি হয়।

সেই চিঠি এবার দ্বিতীয়বারের জন্য বিক্রি হল রেকর্ড দামে। নিউইয়র্কের ক্রিস্টিস অক্সানে চিঠিটি বিক্রি হয়। এই চিঠি কততে বিক্রি হয় তার দিকে চেয়েছিল গোটা বিশ্ব।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Check Also

Narendra Modi

সিওল শান্তি পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গত বৃহস্পতিবারই তিনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে পৌঁছন। শুক্রবার তাঁকে প্রদান করা হল সিওল পিস প্রাইজ বা সিওল শান্তি পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *