Kolkata

সাহিত্য অ্যাকাডেমি পাচ্ছেন সঞ্জীব চট্টোপাধ্যায়

সাহিত্য অ্যাকাডেমির মত দেশের অন্যতম সেরা সম্মানের জন্য ২০১৮ সালে বাংলা ভাষা থেকে বেছে নেওয়া হল বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে। ‘শ্রীকৃষ্ণের শেষ কটা দিন’ বইয়ের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। বুধবার সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের তালিকা প্রকাশিত হয়। দেশের ২৪টি ভাষার উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, রচনার জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

বাংলা সাহিত্যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের অবদান প্রশ্নাতীত। এতদিন তিনি কেন সাহিত্য অ্যাকাডেমি পাননি সেটাই আশ্চর্যের বলে মেনে নিচ্ছেন বাংলায় লেখালিখির সঙ্গে যুক্ত মানুষজন। সঞ্জীব চট্টোপাধ্যায়ের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাওয়া সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে বিশিষ্ট লেখক শিবশংকর ভারতী বলেন, যথাযোগ্য পুরস্কারেই পুরস্কৃত হলেন আপামর বাঙালির প্রিয় রস সাহিত্যিক তাঁর সঞ্জীবদা তথা সঞ্জীব চট্টোপাধ্যায়। আরও অনেক আগেই তাঁর এই সম্মান পাওয়া উচিত ছিল। তাঁকে এই পুরস্কার প্রদান করতে বড় দেরি করা হয়েছে বলেই মনে করছেন শিবশংকর ভারতী।

অ্যাকাডেমির তরফে এদিন ২০১৮ সালের পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। সম্মানে ভূষিতদের আগামী বছর জানুয়ারির শেষের দিকে সম্মানিত করা হবে। প্রত্যেক পুরস্কার প্রাপকের হাতে তুলে দেওয়া হবে তাম্র ফলক, একটি শাল ও ১ লক্ষ টাকার চেক।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *