World

ফের রক্তাক্ত আফগানিস্তান, মৃত ৪১

তালিবান হানায় রক্তাক্ত হল আফগানিস্তান। মঙ্গলবার সকালে রাজধানী কাবুলের সংসদ ভবনের সামনে একটি বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে এসে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি। এর সামান্য সময় বাদেই রাস্তার অন্য পারে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। এই দুই বিস্ফোরণে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত ৭৫। মৃতদের মধ্যে আমজনতার পাশাপাশি পুলিশকর্মীও আছেন। বিস্ফোরণে তছনছ হয়ে যায় গোটা এলাকা। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। সকালে এই বিস্ফোরণের দায় স্বীকারও করে তালিবান। এরপর সন্ধেয় ফের বিস্ফোরণ ঘটে। এবার কান্দাহারে। কান্দাহারের এই বিস্ফোরণে ৩ জনের প্রাণ গেছে। আহত বেশ কয়েকজন। ঘটনায় সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রদূত আহত হয়েছেন বলে খবর।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *