SciTech

দেশের মাটিতে বিশ্বের সবচেয়ে বড় সাপের খোঁজ পেলেন বাঙালি গবেষক

এদেশের মাটিতে এমন অতিকায় চেহারার সাপও ছিল। এটা এখনও অবিশ্বাস্য লাগছে অনেকের কাছে। এই অনন্য আবিষ্কার করেছেন এক বাঙালি গবেষক।

এদেশের মাটিতেও এমন এক সাপ একসময় ঘুরে বেড়াত। যার বিশাল চেহারা তাক লাগিয়ে দিতে পারে। গোটা দেশে সাপ অনেক আছে। কিন্তু অ্যানাকোন্ডার মত চেহারার সাপ দেখতে পাওয়া যায়না। গবেষকেরা বলছেন এদেশের মাটিতেই এবার তাঁরা যে সাপের জীবাশ্ম পেয়েছেন তা বিশ্বের অন্যতম বড় সাপ।

এমন সাপ ভারতে কখনও থাকতে পারে এটাই বিশ্বাস করা কঠিন। আইআইটি রুরকি-র গবেষকদের একটি দল গুজরাটে এই জীবাশ্মটির দেখা পেয়েছে। যে দলের অন্যতম সদস্য এক বাঙালি দেবজিৎ দত্ত।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কচ্ছের লিগনাইট খনির মধ্যে এই অতিকায় সাপটির জীবাশ্ম পাওয়া গিয়েছে। যা আদপে ৪৭ মিলিয়ন বছর বা ৪ কোটি ৭ লক্ষ বছর আগে এই পৃথিবীর মাটিতে ঘুরে বেড়াত।

সাপটি টাইটানোবোয়া প্রজাতির মধ্যে পড়ে। যা বিশ্বের সবচেয়ে বড় সাপ হিসাবে চিহ্নিত। তা যে সে সময় গুজরাটের মাটিতে ঘুরে বেড়াত তা এতদিনে জানতে পারা গেল।

যে জীবাশ্মটি পাওয়া গিয়েছে তা এতটাই সুন্দর অবস্থায় পাওয়া গিয়েছে যে সাপটির পুরো চেহারা স্পষ্ট হয়ে গেছে গবেষকদের কাছে। তাঁরা এই সাপটির নাম দিয়েছেন বাসুকি ইন্ডিকাস।

ভারতীয় পুরাণের বাসুকি নাগের কথা সকলের জানা। সেই পৌরাণিক বাসুকি নাগের নাম অনুসারেই এই নামকরণের পথে হেঁটেছেন গবেষকেরা।

এই সাপের ভারতের মাটিতে আবিষ্কার কোটি কোটি বছর আগে ভারতের এই মাটিতে কী ধরনের জীবজন্তু ঘুরে বেড়াত সে সম্বন্ধে নতুন এক ধারনা দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *