Sunday , October 20 2019
United Kingdom
আগুনে ঝলসে যাওয়া ৪ শিশু, ছবি – সৌজন্যে – ফেসবুক – @hris.t.moulton

মাঝরাতে বাড়িতে আগুন, ঝলসে মৃত ৪ শিশু

তখন মাঝরাত। দমকলের কাছে যখন ফোনটা আসে তখন রাত ২টো ৪০। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ। দীর্ঘক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে অবশ্য যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। বাড়ির সম্পত্তির ক্ষতি তো হয়েছেই, সবচেয়ে দুর্ভাগ্যজনক হল ৪ শিশুর ঝলসে মৃত্যু। তারা ওই বাড়িতেই ছিল। মাঝরাতে ঘুমের মধ্যে ছিল। সেসময় আগুনে ঝলসে যায় তারা।

এই ঘটনায় এক ব্যক্তি ও আরও ২ শিশু আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানানো হয়েছে। তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও পরিস্কার নয়। ঘটনার তদন্ত চলছে।

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের স্ট্যাফোর্ড শহরে। এখানেই হাইফিল্ডস এলাকায় এই বাড়িটি অবস্থিত। সেখানেই আগুন লাগে। সকালেও বাড়িটি থেকে পোড়া জিনিসপত্র বার করার কাজ চলে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *