Business

আর ব্ল্যাকবোর্ড নয়, স্কুলে স্কুলে ডিজিটাল বোর্ড

সময় এগোচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে এগোনোর কথা মাথায় রেখে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন সফল করতে কেন্দ্র যে বদ্ধপরিকর সেকথা এদিন অর্থমন্ত্রীর বেশ কিছু বাজেট ঘোষণা থেকেই পরিস্কার। অর্থমন্ত্রী এদিন জানান, ২০২২ সালের মধ্যে যাতে সব স্কুলে ব্ল্যাকবোর্ড সরিয়ে সেখানে ডিজিটাল বোর্ডে পড়াশোনা করানোর ব্যবস্থা করা যায় তার উদ্যোগ শুরু করেছে সরকার। শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি।

যেসব ব্লকে আদিবাসীর সংখ্যা ৫০ শতাংশরে বেশি সেখানে নবোদয় বিদ্যালয়ের অধীন একলব্য স্কুল খোলা হবে। এছাড়া প্রতি বছর সরকারের তরফ থেকে ১ হাজার বিটেক ছাত্রকে বেছে নিয়ে তাদের পিএইচডি করার, আইআইটি-তে পড়ার সুযোগ দেওয়া হবে। সেইসময়ে তাঁরা স্নাতকস্তরের ছাত্রছাত্রীদের ক্লাসও নেবেন। এছাড়া দেশজুড়ে ডিজিটাইজেশনে বিশেষ জোর দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *