National

২ হাজারের ওপর মৃত ব্যক্তি পেয়েছেন ২ কোটি টাকা, চমকিত গোটা দেশ

এমন কথা কেউ কখনও শুনেছেন? মৃত ব্যক্তিরা দিব্যি টাকা পাচ্ছেন। কিন্তু এটাই তো হয়েছে। ২ হাজার ১০৩ জন মৃত পেয়েছেন ২ কোটি টাকা।

মৃত্যুর পর তো সবই শেষ। তিনি আর অর্থ উপার্জনও করতে পারেন না, প্রাপক হিসাবেও টাকা পান না। কিন্তু এক্ষেত্রে এমন এক তথ্য সামনে এল যা গোটা দেশের মানুষকে অবাক করে দিয়েছে। ২ কোটি টাকা পেয়েছেন মৃত মানুষরা। দেশের ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করতেন এমন মানুষজন মৃত্যুর পরও পেয়েছেন ২ কোটি টাকা।

এই বিপুল অঙ্কের টাকা মৃতদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। সিএজি বা ক্যাগ রিপোর্ট সংসদে পেশ হওয়ার পর এমনই আজব কথা সামনে এসেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

নিয়ম হল গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা তার এলাকায় কারও মৃত্যু হলে আর তিনি পেনশন গ্রাহক হলে তাঁর মৃত্যুর তথ্য মন্ত্রকের কাছে পৌঁছে দেবে। কিন্তু সেটা করা হয়নি। ফলে তাঁদের পেনশন বন্ধও হয়নি। আর তাঁরা টাকা পেতেই থেকেছেন। তাঁরা এক্ষেত্রে ওই টাকা পাননি। তা ভোগ করেছেন তাঁর পরিবারের লোকজন।

রিপোর্টে পশ্চিমবঙ্গের নামও রয়েছে। পশ্চিমবঙ্গে ৪৫৩ জন ব্যক্তি মৃত্যুর পরও ৮৩.২৭ লক্ষ টাকা পেয়েছেন বলে ক্যাগ রিপোর্টে জানানো হয়েছে।

তালিকায় দেশের প্রায় সব রাজ্যই রয়েছে। যা কিছুক্ষেত্রে ধরা পড়েছে জীবন প্রমাণ বা লাইফ সার্টিফিকেট থেকে। তবে এই কাণ্ডের জন্য গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার গাফিলতিকেই কাঠগড়ায় চাপানো হয়েছে।

গুজরাটের ক্ষেত্রেও ৪১৩ জন পেনশন প্রাপক মৃত্যুর পরও ১১.৮৩ লক্ষ টাকা পেয়েছেন বলে তালিকায় প্রকাশ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *