Business

বাজেটে নতুন ট্রেন নয়, ট্রেন পরিকাঠামোয় নজর

কোনও নতুন ট্রেনের ঘোষণা নয়। এদিন বাজেটের মধ্যেই সংক্ষিপ্ত রেল বাজেটে পরিকাঠামো উন্নয়নেই জোর দিলেন অর্থমন্ত্রী। যেসব রেল স্টেশনে ২৫ হাজারের বেশি মানুষ প্রাত্যহিক যাতায়াত করেন, সেখানে চলমান সিঁড়ি বসানো হবে বলে ঘোষণা করেন তিনি। এছাড়া ধীরে ধীরে প্রতিটি ট্রেন ও প্রতিটি স্টেশনে ওয়াইফাই ও সিসিটিভি সুবিধা চালু করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। দুর্ঘটনার সম্ভাবনায় লাগাম দিতে আগামী ২ বছরে রক্ষীবিহীন ৪২৬৭টি রেল ক্রসিং বন্ধ করা হবে বলেও জানান তিনি। এছাড়া মুম্বই রেল নেটওয়ার্কের জন্য ১১ হাজার কোটি টাকা ও বেঙ্গালুরু মেট্রো প্রকল্পের জন্য ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে।

এদিন রেলের পাশাপাশি বিমানের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। অর্থমন্ত্রীর ঘোষণা যাঁরা হাওয়াই পড়েন, তাঁরাও আগামী দিনে হাওয়ায় উড়তে পারবেন। এতটাই সহজলভ্য করে তোলা হবে বিমান পরিষেবাকে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *