World

ভেঙে পড়ল ৮ তলা বাড়ি, মৃত ১০

আচমকাই ভেঙে পড়ল আস্ত একটা ৮ তলা বাড়ি। বহুতলে ঠিক কতজন তখন ছিলেন তা জানা নেই। তবে ১০টি দেহ এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে। ১২ জনকে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। এখনও কেউ ভেঙে পড়া ৮ তলা বাড়ির বিশাল ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছেন কিনা তা পরিস্কার নয়।

Turkey
উদ্ধারকার্যে ব্যস্ত স্থানীয় প্রশাসন, ছবি – আইএএনএস

ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে। তুরস্কের অন্যতম পর্যটন শহর ইস্তানবুলের করতাল এলাকায়। যেটুকু প্রশাসনের তরফে জানানো হয়েছে তা হল এই বাড়িতে ১৪টি ফ্ল্যাট ছিল। যেখানে ৪৩ জন মানুষের বাস ছিল। এঁদের সকলেই যে ভেঙে পড়ার সময় ওই বহুতলে উপস্থিত ছিলেন এমন নয়। তবে কজন ছিলেন সেটাও পরিস্কার নয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Turkey
ধ্বংসস্তূপ থেকে রাবিশ সরিয়ে চলছে জীবিতদের খোঁজ, ছবি – আইএএনএস

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১৯৯২ সালে ওই বাড়িটি তৈরি হয়। বাড়িটির ৫ তলা পর্যন্ত তোলার অনুমতি ছিল। অর্থাৎ উপরের ৩টি তলা বেআইনিভাবে তোলা হয়। তবে ঠিক কী কারণে বাড়িটি এভাবে ধূলিসাৎ হয়ে গেল তা এখনও জানা যায়নি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *