World

ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহুর্তে নিকেশ ২৪ জঙ্গি

একদম সঠিক জায়গায় লক্ষ্যভেদ। ক্ষেপণাস্ত্রের আঘাতে ২৪ জন তালিবান জঙ্গি একসঙ্গে মারা গেল আফগানিস্তানে। ১৭ জন জঙ্গি আহত হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে জঙ্গিদের সঙ্গে থাকা বহু অস্ত্র, গোলাবারুদ ধ্বংস হয়ে গেছে। আফগানিস্তান সেনাবাহিনীর তরফে শনিবার এমনই দাবি করা হয়েছে। এটা আফগান সেনার জন্য বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

জঙ্গি নিকেশের কথা জানালেও সেনার তরফে এটা পরিস্কার করা হয়নি যে এই ক্ষেপণাস্ত্র আফগান সেনা নিক্ষেপ করেছিল। নাকি এটা ন্যাটো-র তরফে ছোঁড়া হয়েছিল। আফগানিস্তানের রুজগান প্রদেশে এই ক্ষেপণাস্ত্র হানার ঘটনা ঘটলেও ঠিক কোথায় সেটি নিক্ষেপ করা হয়েছে তাও জানায়নি সেনা। ঠিক কটার সময় সেটি তালিবান ডেরায় আঘাত হানে সেটাও সেনার তরফে পরিস্কার করা হয়নি। কেবল তারা জানিয়েছে যে ২৪ জন তালিবান জঙ্গির এই আঘাতে মৃত্যু হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আফগানিস্তানে সরকার ও তালিবানদের মধ্যে লড়াই আজকের নয়। বহু দিন ধরেই এই লড়াই চলে আসছে। মাঝেমধ্যেই আঘাত হানে তালিবান জঙ্গিরা। রক্তাক্ত করে আফগানিস্তানের মাটি। অন্যদিকে ন্যাটো-র সহযোগিতায় কখনও, আবার কখনও বা আফগান সেনা এককভাবে তালিবানদের ওপর পাল্টা আঘাত হানে। আফগানিস্তানে মোট প্রদেশের সংখ্যা ৩৪টি। তারমধ্যে ২০টি প্রদেশেই তালৱিবানদের প্রভাব যথেষ্ট। ফলে এখানে অশান্তি লেগেই থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *