কালো বেড়াল নয়, আপাতত কালো বেড়াল নিতে পারবেননা কেউ, শহরে জারি ফতোয়া
চাইলে বেড়াল নেওয়া যাবে। কিন্তু কালো নয়। কালো বেড়াল নিতে পারবেননা কোনও শহরবাসী। এমনই ফতোয়া জারি করল এক শহর প্রশাসন। কারণও স্পষ্ট করে দিল।
বেড়াল অনেকেই পুষতে পছন্দ করেন। বেড়াল অনেকের প্রিয়। অনেকে আবার কালো বেড়াল খুঁজে বেড়ান। কালো বেড়াল পুষতে অনেকে বিশেষভাবে পছন্দ করেন। কুচকুচে কালো বেড়ালের তাই অনেক দেশেই দারুণ চাহিদা।
তবে একটি শহরে শহর প্রশাসন কালো বেড়াল নেওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে। অবশ্য তা সাময়িক। তবে এখন কেউ কালো বেড়াল নিতে পারবেননা।
একেবারে প্রশাসনিক নিষেধাজ্ঞা। কিন্তু কেন? কালো বেড়ালে এত আপত্তি কিসের? কেনই বা সাময়িক কিছু দিনের জন্য নিষেধাজ্ঞা? তাও পরিস্কার করে দিয়েছে নগর প্রশাসন।
ভারতে ভূতচতুর্দশী শেষ হলেও পাশ্চাত্য দেশের মানুষ তাদের অন্যতম বাৎসরিক ভৌতিক উৎসব হ্যালোউইন নিয়ে মাতোয়ারা। আবার হ্যালোউইনে অনেকে কালো যাদুতে মাতেন। অনেকে আবার অশুভ আচার অনুষ্ঠানও করেন। অনেকে কুসংস্কারে বিশ্বাসী।
আবার অনেকে কালো বেড়ালকে খারাপ ভাবে ব্যবহার করেন। এমন নয় যে পাশ্চাত্য দেশের নাগরিক বলে তাঁদের সকলেই এমন অন্ধ সংস্কারমুক্ত। এসবের জন্য কালো বেড়াল অনেকে কাজে লাগান।
সেটাই বন্ধ করতে স্পেনের তেরাসা শহরে কালো বেড়াল নেওয়া সম্পূর্ণ ব্যান করা হয়েছে। যদিও তা সাময়িক। হ্যালোউইনের হুল্লোড় আগামী ১০ নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। তাই আগামী ১০ নভেম্বরের মধ্যে তেরাসা শহরের কেউ কালো বেড়াল কিনতে বা কারও কাছ থেকে নিতে পারবেননা। তারপর অবশ্য এমন কোনও নিষেধাজ্ঞা থাকছে না। তখন যে কেউ চাইলে কালো বেড়াল নিতে পারবেন।













