কলেজে পড়ার সময় সহপাঠী চারুলতার প্রেমে পড়েছিলেন ক্রিকেটার সঞ্জু স্যামসন। সেই ভালবাসা শনিবার মিলিয়ে দিল চার হাত। বিয়ে করলেন সঞ্জু স্যামসন। আইপিএলের দৌলতে এখন যথেষ্ট পরিচিত মুখ সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের হয়ে যথেষ্ট চোখে পড়ার মতন পারফর্মেন্স তাঁর। সেই সঞ্জু এদিন বিয়ের পিঁড়িতে বসলেন।
কেরালার ক্রিকেটার সঞ্জু এদিন তিরুবনন্তপুরমের কাছে কোবালামে একটি রিসর্টে একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে সারেন। ২ পরিবারের সাকুল্যে ৩০ জন সদস্য বিয়েতে অংশ নেন। তবে এই বিয়ে কিন্তু হল স্পেশাল ম্যারেজ অ্যাক্ট মেনে। কারণ সঞ্জু খ্রিস্টান। অন্যদিকে চারুলতা হিন্দু। নায়ার পরিবারের সদস্য। তাতে অবশ্য বিয়েতে সমস্যা হয়নি। ২ পরিবারই এদিন বিয়ের খুশি একে অপরের সঙ্গে ভাগ করে নেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)












