Business

শেষ ঋণনীতিতেও সুদের হার অপরিবর্তিত রাখলেন রাজন

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে শেষ ঋণনীতি ঘোষণাতেও নিজের অবস্থানে অনড় রইলেন রঘুরাম রাজন। যাবতীয় সুদের হার অপরিবর্তিত রাখলেন তিনি। ফলে রেপো রেট কমার আশায় ‌যাঁরা বুক বেঁধেছিলেন তাঁরা হতাশই হলেন। ৬.৫ শতাংশেই থেমে রইল রেপো রেটের চাকা। পাশাপাশি মুদ্রাস্ফীতির সম্ভাবনা নিয়েও সতর্ক করেছেন রাজন। আগামী ২০১৭-র মার্চে মুদ্রাস্ফীতির হার ৫ শতাংশ ছাড়াতে পারে বলেই পূর্বাভাস দিয়েছেন তিনি। আগেও মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে দিল্লির চাপ সত্ত্বেও রেপো রেট অপরিবর্তিত রাখেন রাজন। রাজনকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে এক লড়াকু ব্যক্তিত্ব হিসাবে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞেরা। এদিকে তাঁর বিরুদ্ধে ‌যাঁরা সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন তাঁদের সকলকে এদিন ধন্যবাদ জানিয়েছেন রাজন। আগামী ৪ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে রাজনের শেষ দিন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *